অবশেষে একসাথে ফিরতে যাচ্ছে সাব্বির-ইমরুলরা, তারিখ চূড়ান্ত

অবশেষে বাংলাদেশ ‘এ’ দলের ওয়েস্ট ইন্ডিজ সফর নিশ্চিত হয়েছে।

আগামী ৪ আগস্ট মাঠে গড়াবে বাংলাদেশ ‘এ’ দল বনাম ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের মধ্যকার সিরিজ।

চলতি বছরের আগস্টে ওয়েস্ট ইন্ডিজ এ’ ক্রিকেট দলের বিপক্ষে দুইটি চারদিনের ম্যাচ এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ এ’ ক্রিকেট দল।

আর বাংলাদেশ এ দলের স্কোয়াডেই আছেন সৌম্য,ইমরুল,সাব্বির,মিথুনের মত খেলোয়াড়রা তাদের নিয়েই এই সিরিজে যেতে পারেন দল।

এই সিরিজের জন্য আজ সময়সূচি প্রকাশ করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। দুই দলের মধ্যকার শুরু হবে চারদিনের ম্যাচ দিয়ে।

প্রথম চার দিনের ম্যাচ অনুষ্ঠিত হবে ৪ আগস্ট। দ্বিতীয় ও শেষ চারদিনের ম্যাচটি শুরু হবে ১০ আগস্ট।

চার দিনের দুটি ম্যাচ শেষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল।সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ১৬ আগস্ট।

সিরিজের বাকি দুই ম্যাচ হবে ১৮ ও ২০ আগস্ট। সবগুলো ম্যাচই হবে সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ক্রিকেট গ্রাউন্ডে।