অবশেষে নাঈম বিজয়কে নিয়ে বড় সুখবর দিলেন নির্বাচক আব্দুর রাজ্জাক

জাতীয় দল থেকে একবার বাদ পড়লে পুনরায় পারফর্ম করে জাতীয় দলে প্রবেশ করাটা যে কতটা কঠিন তা যেন হাড়ে হারে টের পাচ্ছেন এনামুল হক বিজয়।

ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করেও জায়গা হচ্ছে না জাতীয় দলে।গত বিপিএলে ব্যাট হাতে সেরা রান সংগ্রাহকের তালিকায় থাকা বিজয় এবার ডিপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকাতে রয়েছেন সবার উপরে।

গড় কিংবা স্ট্রাইকরেট সবকিছুই যেন কথা বলছে এনামুলের পক্ষেই। যার দরুন সম্প্রতি মাশরাফি বিন মুর্জতাও দাবি তুলেছেন বিজয়কে জাতীয় দলে সুযোগ দেয়ার।

অন্যদিকে আরেক ব্যাটার নাঈম ইসলামও জাতীয় দল থেকে বাইরে রয়েছেন দীর্ঘ সময় ধরেই। ডিপিএলেও রানফোয়ারা ছুটিয়েছেন এই ব্যাটার।

সেরা রান সংগ্রাহকের তালিকাতেও রয়েছেন দুই নম্বরে। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করা নাঈম অন্তত টেস্ট দলে সুযোগ পাওয়ার দাবি রাখতে পারেন বলে মনে করেন মাশরাফি।

আলোচনার কেন্দ্রে থাকা এই দুই ব্যাটারকে নিয়ে নির্বাচকদের ভাবনা আসলে কতটুকু তা জানিয়েছেন নির্বাচক আব্দুর রাজ্জাক। টুর্নামেন্টে ভালো করা ক্রিকেটারদের নিয়ে যে তালিকা তৈরি হয় সেখানে ইতোমধ্যে বিজয়-নাঈমদের নাম চলে এসেছে বলেও জানান রাজ্জাক।

তিনি বলেন, ‘’যারা ভালো খেলছে তারা সবাই তালিকাভুক্ত হচ্ছে। ইতোমধ্যে তারা একটা তালিকার মধ্যে চলে এসেছে। যখন যে ধরনের খেলোয়াড় প্রয়োজন হবে, সে অনুযায়ী তাদের সুযোগ দেওয়া হবে।

প্রত্যেক টুর্নামেন্টে একটা তালিকা তৈরি হয়।‘’জাতোয় দলে থাকা ক্রিকেটাররা ইনজুরিতে পড়লে ব্যাকআপ প্লেয়ার পাওয়া যেন অনেকটা কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে নির্বাচকদের জন্য।

বিশেষ করে সাম্প্রতিক সময়ে কোভিডের কারণে যেখানে ক্রিকেটে কিছুটা স্থবিরতা ছিল তখন জটিলতা বেড়েছ আরও। তবে জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররা নিয়মিত পারফর্ম করায় সেই সমস্যার সমাধানও হবে বলে মনে করছেন রাজ্জাক।

তার ভাষ্য, ‘’করোনার কারণে এই তালিকা আমরা করতে পারছিলাম না, তখন অনেক কষ্ট করেছি। দল বেশ ঝামেলার মধ্য দিয়ে গেছে। কোনো খেলোয়াড় খারাপ করছে বা ইঞ্জুরিতে পড়েছে, তখন তার বিকল্প হিসেবে যথেষ্ট খেলোয়াড় আমরা পাচ্ছিলাম না। খেলা শুরু হয়েছে, এখন আশা করি এই সমস্যা আর হবে না।‘’