অবশেষে বাংলাদেশ দলের সত্যিকারের বিগ হিটারের নাম জানালেন ডোমিঙ্গো

বাংলাদেশের ক্রিকেটকে আজকের এই উচ্চ পর্যায়ে নিয়ে আসতে যে কয়জন ক্রিকেটার সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাঁর মধ্যে সোহান অন্যতম।

এই পর্যন্ত অনেক রেকর্ড নিজেদের করে নিয়েছেন এই তারকা ক্রিকেটার।নতুন খবর হচ্ছে,

টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত কোন নামের প্রতি সুবিচার করতে পারেন নি আফিফ হোসেন এবং কাজী নুরুল হাসান সোহান।

মূলত শেষের দিকে দ্রুত রান তুলতে পারায় তাদেরকে একাদশে রাখা হয়েছে।ইনিংসের শুরুটা ভালো করলেও স্কোর বড় করতে পারছেন না তারা।

এই দুই জনের ওপর আস্থা রাখছেন জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। আগ্রাসী ব্যাটসম্যান হিসেবে পরিচিত আফিফ মিডল অর্ডারে নিজের মতো করে খেলেছেন।

কিন্তু সময় বেশি দিতে পারেননি। আর উইকেটের পেছনে ক্ষিপ্র সোহান। তবে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি।

তাতেও দুজনের ওপর আস্থা হারাচ্ছেন না বাংলাদেশ কোচ,‘আমি মনে করি এই ফরম্যাটে বাংলাদেশের জন্য আফিফ ও সোহান অনেক ভালো খেলোয়াড় হয়ে উঠবে।

ইনিংসের শেষ দিকে সোহান আমাদের সত্যিকারের বিগ হিটার। আফিফ কয়েকদিন আগে ১৩ বলে ২০ রান (১৪ বলে ২১ রান) করল”।