আর মাত্র কয়েক ঘন্টা পর মাঠে নামছে বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা। ইতিমধ্যে সিরিজে ১-১ সমতায় আছে দুই দল।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আজ সেঞ্চুরিয়নের সুপার স্পোর্ট পার্কে বাংলাদেশ সময় বিকাল ৫টায় মুখোমুখি হবে দুইদল।
আজকের ম্যাচটি জিততে পারলেই ইতিহাস গড়বে টাইগাররা।দক্ষিণ আফ্রিকার মাটিতে একটি ম্যাচ জিততে সময় লেগেছে ২০ বছর।
তবে শুধু ম্যাচ নয় এই প্রথম দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাটিতেই সিরিজ জেতার সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের সামনে।
তবে এই ঐতিহাসিক ম্যাচে তিনটি অন্যরকম সেঞ্চুরির সামনে দাঁড়িয়ে আছেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার তামিম ইকবাল ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
এর মধ্যে আবার দুইটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন অধিনায়ক তামিম ইকবাল।চলমান সিরিজে আজকের ম্যাচে শুধু মাত্র একটি ছক্কা মারলেই ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ১০০টি ছক্কা হাঁকানোর রেকর্ড গড়বেন দেশ সেরা ওপেনার ও য়ানডে অধিনায়ক তামিম।
এখন পর্যন্ত ২২৪ ওয়ানডে ম্যাচ খেলে ৯৯টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। ৮৫ ছক্কা নিয়ে তার পরেই আছেন মি. ডিপেন্ডবল মুশফিকুর রহিম।
আবার এই সিরিজের আজকের ম্যাচে মাত্র একটি করে ক্যাচ ধরতে পারলেই আন্তর্জাতিক ক্রিকেটে ক্যাচ ধরার সেঞ্চুরি পূর্ণ করবেন অধিনায়ক তামিম ও বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
তামিম ৩৬২ ম্যাচে ৯৯টি ক্যাচ ধরেছেন। আর সাকিব ৩৭৫ ম্যাচে ৯৯টি।তবে এই রেকর্ডে বাংলাদেশের পক্ষে সবার আগে ক্যাচের সেঞ্চুরি পূর্ণ করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি ৩৭০ ম্যাচে ১৫২টি ক্যাচ তালুবন্দী করেছেন।