কুমিল্লার মনোহরগঞ্জের লক্ষ্মণপুর গ্রামে পারিবারিক কলহের জেরে সরস্বতী মালাকার (৩৬) নামে এক গৃহবধূ খু’ন হয়েছেন। অ’ভিযোগ উঠেছে স্বামী রঞ্জিত মালাকার (৪০) তাকে খু’ন করেছেন।
অ’ভিযোগে বলা হয়েছে, অ’ভিমান করে বাড়ি ছাড়ার ৯ বছর পর ফিরে এসে স্বামীর হাতে খু’ন হন তিনি।বৃহস্পতিবার (১৪ জুলাই) ‘বিকেল ৩টায় এ ঘটনা ঘটে।অ’ভিযুক্ত রঞ্জিত লক্ষ্মণপুর গ্রামের সুশীল মালাকারের ছেলে।
মনোহরগঞ্জ থা’নার পুলিশ পরিদর্শক (তদ’ন্ত) তপন কুমা’র বাগচী বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার ‘বিকেল ৩টায় তাদের স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লাগে। এক পর্যায়ে রঞ্জিত ধা’রালো কোনো অ’স্ত্র দিয়ে সরস্বতীকে এলোপাতাড়ি কু’পিয়ে আ’হত করেন। পরে তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসে। হাসপাতালে নেওয়ার আগেই তিনি মা’রা যান। পারিবারিক কলহের জেরেই এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, ১৪ বছর আগে রঞ্জিত ও সরস্বতীর বিয়ে হয়। তাদের ১২ বছরের একটি ছেলে আছে। ওই ছেলের জন্মের তিন বছর পর সরস্বতীকে মা’রধর করায় তিনি রাগ করে রঞ্জিতের ঘর থেকে বের হয়ে বাবার বাড়িতে চলে যান। সন্তান লালন-পালনের কথা চিন্তা করে রঞ্জিতের মা গত তিন মাস আগে পারিবারিকভাবে তাদের ঝামেলার সমাধান করেন। অ’ভিমান ভেঙে সরস্বতী ৯ বছর পরে আবার তার স্বামীর বাড়িতে ফিরে আসেন।
পুলিশ পরিদর্শক আরও বলেন, স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি, রঞ্জিত নোয়াখালীতে আরেকটি বিয়ে করেছেন। বর্তমানে তার সেই স্ত্রী নোয়াখালীতে আছেন। তবে তার পরিচয় আমা’র এখনো জানতে পারিনি। সরস্বতীর মর’দে’হ ময়নাতদ’ন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই রঞ্জিত পলাতক রয়েছেন। তাকে ধরতে মাঠে কাজ করছে পুলিশ।