ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে মুস্তাফিজুর রহমান মাঠ মাতাচ্ছেন দিল্লী ক্যাপিটালসের হয়ে।
কোয়ারেন্টাইন জটিলতায় দিল্লীর জার্সিতে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে খেলতে না পারলেও দ্বিতীয় ম্যাচ থেকেই একাদশে নিয়মিত রয়েছেন এই পেসার।
দিল্লীর একাদশে থাকা মুস্তাফিজ বল হাতে নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন। যেখানে উইকেট তুলে নেয়ার পাশাপাশি কম খরুচে বোলিং করে প্রতিপক্ষের ব্যাটারদের উপর চাপ সৃষ্টি করতেও বেশ ধারাবাহিকতা দেখাচ্ছেন কাটার মাস্টার।
দিল্লীর জার্সিতে এখন পর্যন্ত এবারের আসরে মুস্তাফিজ খেলেছেন তিন ম্যাচ। যেখানে দুই ম্যাচে হারের মুখ দেখলেও এক ম্যাচে দলের জয়ে অবদান রেখেছেন কাটার মাস্টার। বাকি দুই ম্যাচে জিততে না পারলেও উইকেটের দেখা পেয়েছেন।
এখন পর্যন্ত মুস্তাফিজ তিন ম্যাচে দখলে নিয়েছেন ৩ উইকেট। তবে তার উইকেটের থেকেও অধিক গুরুত্বপূর্ণ অবদান ছিল প্রতিপক্ষের রান আটকে রাখার ক্ষেত্রে। আইপিএলে এখন পর্যন্ত সবচেয়ে কম ইকোনোমিতে বোলিং করা বোলারদের তালিকায় মুস্তাফিজুর রহমান রয়েছেন তিন নম্বরে।
মুস্তাফিজ এখন পর্যন্ত বল করে গেছেন মাত্র ৫.৮৩ ইকোনোমিতে। ২৩.৩৩ গড়ে বোলিং করা মুস্তাফিজ তিন ম্যাচে করেছেন ১২ ওভার। সেরা বোলিং ফিগার ২৩ রানে ৩ উইকেট। সেরা ইকোনোমিতে বোলিং করার তালিকায় মুস্তাফিজ এখন অবস্থান করছেন তিন নম্বরে।
এবারের আসরে সেরা ইকোনোমিক্যাল বোলারদের মধ্যে সবার উপরে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠ মাতানো ক্যারিবিয়ান তারকা সুনিল নারাইন। পাঁচ ইনিংসে বোলিং করা নারাইন সর্বমোট ২০ ওভার করে রান ব্যয় করেছেন ৪.৮৫ ইকোনোমিতে।
সেরা ইকোনোমিতে বোলিং করা বোলারদের তালিকায় দুই নম্বরে এখন পর্যন্ত রয়েছেন হার্শাল প্যাটেল। চার ইনিংসে হার্শাল করেছেন ১৬ ওভার। যেখানে তার ইকোনোমি রয়েছে ৫.৫০ করে।
তিন নম্বরে মুস্তাফিজ থাকার পরের অবস্থানে রয়েছেন মুস্তাফিজের আরেক সতীর্থ ললিত যাদব। তিন ইনিংসে ২ উইকেট নেয়া ললিত যাদবের ইকোনোমি রেট হচ্ছে ৬.২৮। যা তাকে ঠাই করে দিয়েছে চার নম্বরে।