আইপিএলে মোস্তাফিজ সত্যিই আতঙ্কের নাম : ওয়াসিম জাফর

২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে অভিষেক হয় কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের। অভিষেক টুর্নামেন্টেই আলো ছড়িয়ে ছিলেন মুস্তাফিজ।

সে বছর সেরা উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশ দলের এই ফাস্ট বোলার।যদিও এর পর ইনজুরির কারণে আইপিএলে সেভাবে অংশগ্রহণ করতে পারেননি মুস্তাফিজ।

মুম্বাই ইন্ডিয়ান্স-এর পর গত বছর রাজস্থান রয়েলসের হয়ে খেলেছিলেন মোস্তাফিজুর রহমান। পুরো টুর্ণামেন্টে জুড়ে স্বাভাবিক পারফরম্যান্স দেখিয়েছিলেন মুস্তাফিজ।

তবে এ বছর তিনি আবারও আইপিএলে সুযোগ পেয়েছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। গতকাল দিল্লির হয়ে অভিষেক হয়েছে তার। আর প্রথম ম্যাচেই আলো ছড়িয়েছেন মুস্তাফিজ।

ইনিংসের প্রথম ওভারেই মোস্তাফিজের হাতে বল তুলে দেন অধিনায়ক রিশাব পান্ত।আর প্রথম ওভারের তৃতীয় বলেই ম্যাথু ওয়েডের উইকেট তুলে নেন তিনি।

এরপর শেষ ওভারে গুরুত্বপূর্ণ বোলিং করেন মুস্তাফিজ। ওই ওভারে ৩ রান দিয়ে তুলে নেন গুরুত্বপূর্ণ দুটি উইকেট। পুরো ম্যাচে চার ওভার বোলিং করে ২৩ রানের বিনিময়ে তুলে নেন ৩ উইকেট।টুর্নামেন্টের শুরুতেই মুস্তাফিজের এমন দুর্দান্ত পারফরম্যান্স দেখে মুগ্ধ ভারতের সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফর।

তিনি জানিয়েছেন আইপিএলের এবারের আসরে মুস্তাফিজ হবেন একজন আতঙ্কের নাম।ম্যাচ শেষে তার পারফরম্যান্স দেখে জাফর বলেন, “আমি মনে করি সে (মুস্তাফিজ) সত্যিই আতঙ্কের নাম।

তার বোলিংয়ে অনেক বৈচিত্র্য আছে। সে যদি উইকেটে মানিয়ে নিতে পারে তাহলে তার স্লোয়ার-কাটারগুলো অনেক কার্যকরী। নরকিয়া আসা পর্যন্ত সে খেলবে এটাই আমার বিশ্বাস।”

Post Views: 5,316