আইপিএল পয়েন্ট টেবিলঃ ১ম পর্ব থেকেই বাদ পরতে যাচ্ছে যারা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসরে নিজেদের চতুর্থ হার দেখল দিল্লী ক্যাপিটালস।

রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচে নানা আলোচনার জন্ম দিয়ে শেষ মুহূর্তে হেরে বসেছে মুস্তাফিজের দল। দিল্লী ক্যাপিটালসের এমন হারের পর পয়েন্ট টেবিলে এসেছে পরিবর্তন।

৩৪ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে কে কোন অবস্থানে রয়েছে তা এবার দেখে নেয়া যাক।দিল্লী ক্যাপিটালসের বিপক্ষে নিজেদের সর্বশেষ ম্যাচে জয়ের দেখা পেয়েছে রাজস্থান রয়্যালস।

এই জয়ের মধ্য দিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে উঠে এসেছে রাজস্থান। সাত ম্যাচের মধ্যে পাঁচটিতে জয় ও দুই ম্যাচে হারের কারনে তাদের নামের পাশে রয়েছে ১০ পয়েন্ট।

রাজস্থানের উত্থানের দিন পয়েন্ট টেবিলে অবনমন হয়েছে গুজরাট টাইটান্সের। রাজস্থানের সমান ১০ পয়েন্ট থাকলেও রানরেটে পিছিয়ে থাকার কারনে তারা অবস্থান করছে দুই নম্বরে।

এখন পর্যন্ত ছয় ম্যাচে পাঁচটি জয় রয়েছে গুজরাটের। তাদের সমান ১০ পয়েন্ট নিয়ে রানরেটে পিছিয়ে থাকায় তিন নম্বরে রয়েছে রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালোর।

৮ পয়েন্ট করে রয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ও সানরাইজার্স হায়দ্রাবাদের। সাত ম্যাচে চার জয় পাওয়া লক্ষ্ণৌ রয়েছে টেবিলের চার নম্বরে।

অন্যদিকে ছয় ম্যাচ থেকে চারটিতে জয় পাওয়া সানরাইজার্স হায়দ্রাবাদের অবস্থান পাঁচ নম্বরে।রাজস্থানের বিপক্ষে হারের আগে পয়েন্ট টেবিলে ছয় নম্বরে ছিল মুস্তাফিজুর রহমানের দল দিল্লী ক্যাপিটালস।

রানরেটে বেশ এগিয়ে থাকা দিল্লী রাজস্থানের বিপক্ষে হারের পরও ছয় নম্বর অবস্থান ধরে রেখেছে। সাত ম্যাচে তিনটি জয় ও চারটি হারে তাদের নামের পাশে রয়েছে ৬ পয়েন্ট। দিল্লীর সমান ৬ পয়েন্ট রয়েছে কলকাতা নাইট রাইডার্সের।

তবে রানরেটে পিছিয়ে থাকার কারনে কলকাতার বর্তমান অবস্থান সাত নম্বরে। সমান ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের আট নম্বরে রয়েছে পাঞ্জাব কিংস।

চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স রয়েছে টেবিলের নয় ও দশ নম্বরে। এখন পর্যন্ত আসরে সাত ম্যাচ খেলা চেন্নাই দুটি জয়ের দেখা পেয়ে ৪ পয়েন্ট অর্জন করলেও মুম্বাইয়ের অবস্থা আরও বেগতিক। নিজেদের সাত ম্যাচের মধ্যে কোনো ম্যাচেই জয়ের দেখা পায়নি মুম্বাই। ফলে তাদের নামের পাশে নেই কোনো পয়েন্ট।