আইপিএল মাতাচ্ছেন কাশ্মীরের উমরান, প্রতিদিন ১০ বার নামাজ পড়ছেন বাবা

উমরান মালিক। গত বছর আইপিএলে টি নটরাজনের অসুস্থতা তাঁর কাছে সুযোগ এনে দিয়েছিল আইপিএল খেলার।

প্রথম বছরে তিনটি ম্যাচে ২টি উইকেট পেলেও গতি দিয়ে চমকে দিয়েছিলেন। উমরানকে ধরে রাখেন সানরাইজার্স হায়দরাবাদ।বাবা ফল বিক্রেতা।

যুদ্ধবিধ্বস্ত ভূস্বর্গ কাশ্মীরের গুজরনগরের শহীদী চকে এখনো বসে তিনি ফল বিক্রি করেন। অনেক বছর ধরে এই ফল বিক্রি করেই তিনি সংসার চালিয়ে আসছেন।

কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে।সাধারণ ফল বিক্রেতা আবদুল রশিদের দোকানের সামনে এখন ভিড় বেশি থাকে। কারণ তার ছেলে উমরান মালিক সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল মাতাচ্ছেন।

সবাই এখন দেখতে আসে বিশ্বের বড় বড় ব্যাটারদের বিপদে ফেলা সেই উমরানের বাবাকে।সন্তানের জন্য সব বাবা-মাই প্রার্থনা করে থাকেন।

আবদুল রশিদও তার ব্যতিক্রম নন। তবে ছেলে যখন আইপিএল খেলছে, তখন প্রার্থনার মাত্রাও বেড়েছে। আবদুল রশিদ এক ভারতীয় গণমাধ্যমকে বলেন,

‘এই দোকান দিয়ে আমার পরিবারের মানুষদের পাতে খাবার তুলে দিয়েছি। হ্যাঁ, আমার ছেলেকে এখন দেশের প্রতিটি প্রান্ত চেনে।

এর মানে এই না যে আমি কাজ করা ছেড়ে দেব। ছেলে যেন ভালো করে, সেই কামনায় রমজানে দিনে ১০ বার (ছেলের জন্য পাঁচবার) নামাজও পড়ছি। ‘