আইসিসি টেস্ট ব্যাটিং র‍্যাংকিংয়ে তিন ধাপ উন্নতি করলেন লিটন দাস। ৬ ধাপ এগিয়ে তামিম, ৪ ধাপ এগিয়ে মুশফিক

আইসিসি টেস্ট র‍্যাংকিংয়ে ৩ ধাপ উন্নতি করেছেন বাংলাদেশের তারকা ব্যাটসম্যান লিটন দাস।

চট্টগ্রাম টেস্টের পারফরম্যান্সে এই উইকেটকিপার ব্যাটসম্যান ১৭তম স্থানে উঠে এসেছেন। লিটন ছাড়াও র‍্যাংকিংয়ে উন্নতি করেছেন মুশফিকুর রহিম ও তামিম ইকবাল।

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার চট্টগ্রাম টেস্টের পারফরম্যান্স বিবেচনা করে আইসিসি র‍্যাংকিং হালনাগাদ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ৮৮ রান করেছিলেন লিটন দাস।

৩ ধাপ এগিয়ে লিটন এখন টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ র‍্যাঙ্কের ব্যাটসম্যান। বর্তমানে সাতারো তম স্থানে অবস্থান করছেন লিটন। এ

ছাড়া প্রথম টেস্টে ১৩৩ রানের ইনিংসে ৬ ধাপ এগিয়ে তামিম এখন ২৭তম স্থানে। ৪ ধাপ এগিয়ে ২৫তম মুশফিক, যার ব্যাট থেকে এসেছিল ১০৫ রান।

বোলারদের মধ্যে ৪ উইকেট শিকার করে সাকিব আল হাসান ১ ধাপ এগিয়ে এখন ২৯তম। ক্যারিয়ার সেরা বোলিং ফিগারে ৯ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে নাঈম হাসান। ৫৩ তম স্থানে অবস্থান করছেন তিনি।