নতুন করে আরও একটি সুখবর পেলেন সাকিব আল হাসান। ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া দ্য হান্ড্রেড টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফটে নাম উঠেছে সাকিবের।
যেখানে মোটা অংকের অর্থও পাবেন তিনি।সম্প্রতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের নিলাম থেকে দল পাননি সাকিব আল আহসান।
ভিত্তিমূল্য ২ কোটি রুপি থাকলেও তাকে কোনো ফ্র্যাঞ্চাইজি কিনতে আগ্রহ প্রকাশ করেনি। ফলে একমাত্র বাংলাদেশী হিসেবে মুস্তাফিজুর রহমান খেলছেনে এবারেরা আইপিএলে।
এদিকে আইপিএলে দল না পেলেও দ্য হান্ড্রেড টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফটে নাম রয়েছে সাকিবের। যেখানে তার মূল্য ধরা হয়েছে ১ লাখ পাউন্ড।
বাংলাদেশী মুদ্রায় যার পরিমান দাঁড়ায় ১ কোটি টাকারও বেশি।আগামী সমবার (৪ এপ্রিল) অনুষ্ঠিত হবার কথা রয়েছে দ্যা হান্ড্রেড টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট।
ড্রাফট অনুষ্ঠিত হলেও তা থাকবে সম্পূর্ণ গোপন। কোন দল কোন ক্রিকেটারকে বেছে নেয় তাদের স্কোয়াডে তা জানা যাবে এর পরদিন অর্থাৎ ৫ এপ্রিল।দ্য হান্ড্রেড টুর্নামেন্টের এবারের পেলায়র্স ড্রাফটে নাম রয়েছে মোট ১৭ জন বিদেশি ক্রিকেটারের।
যেখানে সাকিব আল হাসান রয়েছেন দ্বিতীয় ক্যাটাগরিতে। সাকিবের সাথে একই ক্যাটাগরিতে রয়েছেন কুইন্টন ডি কক, জাই রিচার্ডসন ও আন্দ্রে রাসেলের।
এছাড়া ৭৫ হাজার পাউন্ড মূল্যে আছেন মোহাম্মদ আমির, ডোয়াইন ব্রাভো, নাথান কোল্টার-নাইল, অ্যারন ফিঞ্চ, শাদাব খান, এভিন লুইস, রিলি মেরেডিথ, ডেভিড মিলার, হারিস রউফ, ইমরান তাহির ও মুজিব উর রহমান।
অর্থাৎ এই ক্যাটাগরিতে থাকা দল পাওয়া সবাই পাবেন ৭৫ হাজার পাউন্ড করে।বিদেশি ক্রিকেটারদের মধ্যে সোয়া এক লাখ পাউন্ডের মূল্যের মধ্যে রয়েছেন বাবর আজম,
ক্রিস গেইল, মিচেল মার্শ, সুনীল নারাইন, কাইরন পোলার্ড, নিকোলাস পুরান, তাবরাইজ শামসি ও ডেভিড ওয়ার্নার।উল্লেখ্য, এবারের দ্য হান্ড্রেড টুর্নামেন্ট মাঠে গড়ানোর কথা রয়েছে ৩ আগস্ট।
যা শেষ হবার কথা রয়েছে ৩ সেপ্টেম্বর। তবে এই সময়টাতে বেশ কয়েকটি আন্তর্জাতিক সিরিজ থাকার কারনে সাকিব সহ অন্যান্য বিদেশি ক্রিকেটারদের পাওয়া যাবে কিনা তা নিশ্চিত নয়।