আগামীকাল রাতে দক্ষিণ আফ্রিকা যাবেন সাকিব

শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা সফরে যেতে রাজি হয়েছেন সাকিব আল হাসান। আজ মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এর সাথে বৈঠক করেছেন সাকিব।

বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে দুই জনই জানিয়েছেন দক্ষিণ আফ্রিকা সফরে যাবেন সাকিব।জানা গেছে আগামী কাল রাতেই দেশ ছাড়বেন তিনি।

এর আগে সকালে দক্ষিণ আফ্রিকা যাবেন মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম, জাতীয় দলের নতুন ফিল্ডিং কোচ শন ম্যাকডারমট এবং বিসিবির চিকিৎসক।

বিসিবি সভাপতি বলেন, “পরশু দিন দুবাই থেকে এসেই সাকিব আমার বাসায় এসেছিল, এটা আসার কথা ছিল। ওর সাথে কিছু কথাবার্তা হয়েছে।

ওকে সময়ও দেওয়া হয়েছিল ঠাণ্ডা মাথায় চিন্তা করে দেখার। কালকে ও আমার সাথে কথা বলেছে। আজ আমরা বোর্ডে বসেছিলাম সম্পূর্ণ পরিকল্পনা নিয়ে।”

“পরশু দিন সে যে জিনিষটা বলেছে, আসলে সে একটু মানসিকভাবে ডিস্ট্রাক্ট। এটা আমাদের সকলেরই, কোনো না কোনো সময় এরকম হয়।

অনেকে আপনারা ধারণা করে নিচ্ছেন, এটার জন্য-ওটার জন্য”।“যে কোনো মানুষেরই এমন জিনিস থাকতে পারে, মানুষ এটা জানেই না।

ও মানসিকভাবে একটু ডিস্ট্রাক্ট, সে জন্য সিদ্ধান্ত নিতে সমস্যা হচ্ছে। সে আমার সাথে আলাপ আলোচনা করেছে এবং বলেছে সব ফরম্যাটে খেলত চায়। ইনক্লুডিংলি দক্ষিণ আফ্রিকা।”