ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিজেদের পঞ্চম ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে মোস্তাফিজুর রহমানের দল দিল্লি ক্যাপিটালস বনাম রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে আজ রাত ৮ টায়। আজকের ম্যাচে জয়লাভ করতে পারলে পয়েন্ট টেবিলের অষ্টম স্থান থেকে এক লাফে দ্বিতীয় স্থানে উঠে যাবে দিল্লি ক্যাপিটালস।
টুর্নামেন্টের প্রথম ম্যাচে জয়লাভ করেছিল দিল্লি ক্যাপিটালস। এরপর পরপর দুই ম্যাচে হেরে কিছুটা বাজে ভাবে শুরু করে দিল্লি। তবে শেষ ম্যাচে তারা কলকাতা নাইট রাইডার্সকে হারিয়েছে।
এখন পর্যন্ত চার ম্যাচের মধ্যে দিল্লির জয় দুটি। যেখানে তারা চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে অবস্থান করছে দিল্লি ক্যাপিটালস।
তবে আজ যদি রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে জয় লাভ করতে পারে তাহলে রান রেট পয়েন্টে এগিয়ে থেকে এক লাফে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে যাবে মোস্তাফিজুর রহমানের দল।
দিল্লি ক্যাপিটালসের হয়ে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছেন মুস্তাফিজুর রহমান। তিন ম্যাচেই বল হাতে দুর্দান্ত বোলিং করেছেন তিনিই। এর মধ্যে নিজের প্রথম ম্যাচে তিন উইকেটে তুলে নিলেও পরের দুই ম্যাচে উইকেট না পেলেও দুর্দান্ত বোলিং করেছিলেন মুস্তাফিজ।
এখন পর্যন্ত টুর্নামেন্টের তৃতীয় সর্বনিম্ন ইকোনমিক রেট বোলার মোস্তাফিজুর রহমান। তিন ম্যাচে ১২ ওভারে মাত্র ৭০ রান দিয়েছেন মোস্তাফিজ। এখন পর্যন্ত মুস্তাফিজের ইকোনমিক রেট ৫.৮৩।
এদিকে আজ দিল্লি ক্যাপিটালসের একাদশে আসবে একটি পরিবর্তন। একাদশে ফিরছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মিচেল মার্শ।
দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ দিল্লি ক্যাপিটালস : পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, ঋষভ পান্ত (অধিনায়ক, উইকেট কিপার), ললিত যাদব, সরফরাজ খান, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মুস্তাফিজুর রহমান, খালিল আহমেদ।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর : ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), অনুজ রাওয়াত, বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, শাহবাজ আহমেদ, সুয়শ প্রভুদেসাই, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), ওয়ানিন্দু হাসরাঙ্গা, সিদ্ধার্থ, মোহাম্মদ সিরাজ, জোশ হ্যাজেলউড