আইপিএলের এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে আজ (২৭ মার্চ) দিল্লী ক্যাপিটালস মাঠে নামতে যাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে।
টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দুই দলের এই লড়াইয়ে অবশ্য দিল্লীর জন্য রয়েছে বেশ কয়েকটি দুঃসংবাদ। বিদেশি তারকারা এখনও শতভাগ যোগ না দেয়ায় কিছুটা বিপাকেই পড়তে হচ্ছে দিল্লীকে।
শক্তিশালী মুম্বাইর বিপক্ষে বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারকে পাচ্ছে না দিল্লী ক্যাপিটালস। দলটির বিদেশি তারকাদের মধ্যে মুস্তাফিজুর রহমান দক্ষিণ আফ্রিকা ছেড়ে ভারতে পাড়ি জমালেও তাকে থাকতে হচ্ছে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে।
কোয়ারেন্টাইন পর্ব শেষ না হওয়ায় প্রথম ম্যাচে মুস্তাফিজের সার্ভিস পাচ্ছে না দিল্লী।অন্যদিকে দলটির আরেক পেসার লুঙ্গি এনগিডিও বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে দিল্লীর স্কোয়াডে যোগ দিতে চলে এসেছেন ভারতে।
তবে কোয়ারেন্টাইনে থাকার কারনে তাকেও পাচ্ছে না দলটি।তাই আজকের ম্যাচে মুস্তাফিজকে পাওয়া যাবে না বলে জানিয়েছে দিল্লী কর্তৃপক্ষ।
টুর্নামেন্ট শুরুর আগেই জানা গিয়েছিল ইনজুরির কারনে গোটা টুর্নামেন্টই মিস করতে পারেন দলটির আরেক পেসার এনরিখ নরকিয়া। তার সাথে না খেলার তালিকায় যুক্ত হয়েছে আরও দুটি নাম।
দিল্লীর হয়ে এবারের আইপিএল মাতাবেন ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ। তবে এই দুই অজি তারকা এখনও দলের সাথে যোগ দেননি নিজ দেশের হয়ে খেলার কারনে।
দিল্লীর স্কোয়াডে যখন বিদেশিদের এই হাল তখন কিছুটা বিপাকেই পড়েছে তারা। বিদেশি ক্রিকেটার হিসেবে কেবল বাকি রয়েছে টিম শেফার্ট ও রভম্যান পাওয়েল।
বাকি বিদেশি ক্রিকেটারদের সার্ভিস না পাওয়ায় প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে এই দুই বিদেশি ক্রিকেটারকেই একাদশে রাখতে হবে দিল্লীর।দিল্লী ক্যাপিটালস বনাম মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যকার ম্যাচটি মুম্বাইর ব্রাবুন স্টেডিয়ামে শুরু হবে বিকাল ৪টায়।
এক নজরে দেখে নেয়া যাক মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচের জন্য দিল্লী ক্যাপিটালসের সম্ভাব্য সেরা একাদশ।পৃথ্বী শ, টিম সেইফার্ট, ইয়াশ ধুল, ঋষভ পন্থ, রভম্যান পাওয়েল, সরফরাজ খান, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, খলিল আহমেদ, চেতন সাকারিয়া।