ক্যারিবিয়ানদের ১৪৯ রানে আটকে রাখতে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন শরিফুল।
নিজের ক্যারিয়ার সেরা বোলিং করলেন। ৮ ওভারে ১ মেইডেন সহ ৪.২৫ ইকোনামি রেট এ ৩৪ রান দিয়ে ৪ উইকেট শিকার করলেন।
আন্তর্জাতিক ক্রিকেট এ ৫০ উইকেট ও স্পর্শ করলেন নিজের এক বছরের ক্যারিয়ার এ। ৩৮ ম্যাচে এখন শরিফুল এর শিকার ৫২ উইকেট।
টেস্ট এ ৫ ম্যাচে ৮ উইকেট।
ওয়ানডে তে ১১ ম্যাচে ১৭ উইকেট।
২০-২০ ফরম্যাটে ২২ ম্যাচে ২৭ উইকেট।
ম্যাচের নেগেটিভ সাইন বাংলাদেশ এর ৪ টা ক্যাচ মিস এবং শেষ উইকেট এ ক্যারিবিয়ানদের ৩৯ রানের জুটি। এর বাইরে প্রতিটি বোলার দারুণ পারফর্ম করেছেন।