আফ্রিকার সাথে ম্যাচ হেরে সরাসরি যে কারণকে দুষলেন অধিনায়ক তামিম

ম্লান গেল আফিফের প্রচেষ্টা। কাগিসো রাবাদা ও কুইন্ট ডি ককের দুর্দান্ত পারফর্মেন্সে ভর করে সিরিজের ২য় ওয়ানডে ম্যাচে বাংলাদেশ হেরেছে ৭ উইকেটে।

তাতে ১/১ এ সমতায় ফিরলো দক্ষিন আফ্রিকা।সিরিজের প্রথম দিবা-রাতের ম্যাচে প্রথম ব্যাটিংয়ে নেমে দারুণ সুবিধা করে বাংলাদেশ।

কিন্তু রোববার দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভুল ছিল বলেই মনে করছেন তামিম ইকবাল। কারণ যে প্রত্যাশা নিয়ে ব্যাটিং শুরু করেছিল উইকেটে তেমনটা ছিলনা।

ফলে ৭ উইকেট হারের জন্য উইকেট ও নিজের ব্যাটিং ব্যর্থতাকেই দায়ী করছেন বাংলাদেশের ক্যাপ্টেন তামিম।সিরিজের দ্বিতীয় ম্যাচে হারের পর বাংলাদেশের ক্যাপ্টেন তামিম বলেন,‘আসলে আসরা যে প্রত্যাশা করেছিলাম।

উইকেট সেই প্রত্যাশা অনুযায়ী ছিল না। পেস এবং বাউন্সে আমরা সুবিধা করতে পারেনি। আমরা ব্যাটিংয়ে ভুল করেছি এবং তারা ভালো বোলিং করেছে।

আমরা দ্রত উইকেট হারিয়েছি। মাঝে ওভার গুলোতে আমরা আরও বেশি রান করতে পারতাম। শুরুতে উইকেট হারিয়ে আমরা চাপে পড়ছিলাম।

সেখান থেকে আমরা ১৯৪ রান করেছিলাম। হারের জন্য দিনের শেষে, আমরা অনেক কিছুকে দোষ দিতে পারি কিন্তু আমরা খারাপ খেলেছি।

আমাদের রান যদি ২৩০-২৪০ হত তাহলে সিচুয়েশন ভিন্ন হতে পারত।এছাড়া টস নিয়ে তামিম বলেন,‘আপাতদৃষ্টিতে, টস জিতে ব্যাটিং না করে বোলিংয়ে ভালো হতো আমাদের।

পাওয়ারপ্লেতে বোলারদের উপর ডি ককের আক্রমণে বাংলাদেশের বোলাররা হতবাক হয়ে যায়। দক্ষিণ আফ্রিকার বোলাররা পিচের সাহায্যে বাউন্সকে কাজে লাগাতে পেরেছে।

তবে টপঅর্ডারের ব্যর্থতার দিনে আফিফ হোসেন ও মিরাজের অসাধারণ ব্যাটিং নিয়ে প্রশংসা করেছেন বাংলাদেশের অধিনায়ন তামিম ইকবাল। তিনি বলেন,‘দ্রত উইকেট হারিয়ে বিপর্যয়ে তারা যেভাসে ব্যাটিং করেছে সত্যি আমি খুশি।