নতুন পাওয়ার হিটিং কোচ নিয়োগ দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটারকে এই পদের জন্য বেছে নিয়েছে দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিবি।
গোটা বিশ্বে বর্তমানে চলছে টি-টোয়েন্টি ক্রিকেটের রাজত্ব। সংক্ষিপ্ত ফরম্যাটে আন্তর্জাতিক কিংবা ঘরোয়া দুই জায়গাতেই ব্যাটারদের ধুম ধারাক্কা ব্যাটিং যেন ক্রিকেটে যুক্ত করেছে নতুন শৈল্পিকতা।
বিশ্বের বেশ কিছু ক্রিকেট খেলুড়ে দেশ বর্তমানে গুরুত্ব দিচ্ছে পাওয়ার হিটিং কোচ নিয়োগের ক্ষেত্রে। বিশেষ করে সংক্ষিপ্ত ফরম্যাটে পাওয়ার হিটিং কোচ যে বড় প্রভাব বিস্তারক তা স্পষ্ট।
সর্বশেষ অনুষ্ঠিত হওয়া বিপিএলে সিলেট সানরাইজার্সে দেখা গিয়েছিল পাওয়ার হিটিং কোচ। ফলে জাতীয় দলের হয়েও নতুন পাওয়ার হিটিং কোচ নেয়া হবে কিনা তা নিয়ে আলোচনা ছিল তুঙ্গে।
অবশেষে সেই আলোচনার অবসান ঘটিয়ে বিসিবি নতুন করে নিয়োগ দিয়েছে পাওয়ার হিটিং কোচ।দেশের ক্রিকেটে পাওয়ার হিটিং ব্যাটার তৈরি করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাওয়ার হিটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে সাবেক প্রোটিয়া ব্যাটার অ্যালবি মরকেলকে।
এর আগে কখনও এই পদে কাউকে কোচ হিসেবে নিয়োগ দেয়া না হলেও মরকেলকে নিয়োগ দিয়ে অনন্য এক নজির যেন স্থাপন করল বোর্ড।
মরকেলকে পাওয়ার হিটিং কোচ হিসেবে নিয়োগ দেয়ার ব্যাপার বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ক্রিকবাজকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন বাংলাদেশের ব্যাটাররা তার কাছ থেকে সহায়তা পেতে পারেন পাওয়ার হিটিংয়ের ক্ষেত্রে।
জালাল ইউনুসের ভাষ্য, ‘’সে খুব অভিজ্ঞ একজন ক্যাম্পেইনার। আমরা আশা করি আমাদের ব্যাটাররা তার কোচিং থেকে সহায়তা পাবে।‘’
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার হয়ে অ্যালবি মরকেল সাদা পোশাকে খেলেছেন মাত্র ১টি ম্যাচ। একদিনের ফরম্যাটে মরকেল জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন মোট ৫৮টি ম্যাচে।
সেই সাথে সংক্ষিপ্ত ফরম্যাট টি-টোয়েন্টিতে জাতীয় দলের হয়ে ৫০টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে মরকেলের। ব্যাটিংয়ে ঝড় তোলার পাশাপাশি বল হাতেও দুর্দান্ত ছিলেন এই অলরাউন্ডার।