২০২১ সালের ফেব্রুয়ারি মাসের সর্বশেষ চট্টগ্রামে মাটিতে টেস্ট ম্যাচ খেলে ছিলেন মুস্তাফিজুর রহমান। এরপর আর টেস্ট ক্রিকেটে দেখা যায়নি মুস্তাফিজকে।
মুস্তাফিজ নিজেই টেস্ট ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে রেখেছেন। তবে বর্তমান সময়ে আবারো আলোচনায় এসেছেন মুস্তাফিজুর রহমান।
রঙিন পোশাকের পাশাপাশি সাদা পোশাকের মোস্তাফিজুর রহমানকে দলে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে এই মুহূর্তে সাদা পোশাকে খেলতে যাচ্ছেন না মোস্তাফিজুর রহমান।
যে কারণে বিসিবির কেন্দ্রীয় লাল বলের চুক্তিতেও নেই মুস্তাফিজ।এবার এই টাইগার ক্রিকেটার জানালেন, নিজের সুস্থতা ও ফিট থাকার লক্ষ্যে বেছে বেছে খেলতে চান তিনি।
তাই টেস্ট নয় বরং বাকি দুই ফরম্যাটে বেশি মনোযোগী মুস্তাফিজ। টেস্ট নিয়ে নিজের অবস্থান ইতোমধ্যে বিসিবির কাছে জানিয়েছেন জানিয়ে মুস্তাফিজ বলেন, “আমি বিসিবির কাছে টেস্ট খেলা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করব, যদি তারা জানতে চায়।”
এই বাঁহাতি পেসার আরও যোগ করেন, “আমি দেখেছি, আমার সিনিয়ররা বিসিবি বসের সঙ্গে কথা বলে (নির্দিষ্ট ফরম্যাটে খেলার বিষয়ে)… আমিও বলব।
যদিও তিনি পুরো বিষয় সম্পর্কে অবগত আছেন। বিসিবি কখনো আমাকে জোর করেনি (টেস্ট খেলার বিষয়ে) এবং টেস্ট বলের চুক্তিতেও নেই।”
নিজের সুস্থতা এবং ফিট থাকার বিষয়ে মুস্তাফিজ বলেন, “আমার কাছে, সুস্থতা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যদি আমি বাংলাদেশ দলকে বেশি সময় ধরে সার্ভিস দিতে চাই, তাহলে আমার ফিট থাকা জরুরি।
আর ফিট থাকার জন্য আমি তিন ফরম্যাটের মধ্যে বেছে বেছে খেলতে চাই।”টেস্ট নয় বরং বাকি দুই ফরম্যাট নিয়ে মনোযোগী থাকতে চান জানিয়ে মুস্তাফিজ আরও যোগ করেন,
“আমি সফলতার নিরিখে কোন ফরম্যাটে খেলতে চাই, সে বিবেচনা করতে চাই। রেকর্ড দেখলে দেখা যায়, আমি ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে বেশি সফল। তাই আমি এই দুই ফরম্যাটে বেশি মনোযোগী।”