চট্টগ্রাম টেস্ট চলাকালে মুশফিকের অবসরকে ইঙ্গিত করে মন্তব্য করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।
যদিও তা কোন ফরম্যাটে সেটা তিনি নিশ্চিত করেননি। এরপরই আলোচনা-সমালোচনা শুরু হয়।বোর্ড সভাপতির এমন মন্তব্যের পরপরই চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকান মুশফিক।
আজ সোমবার থেকে শুরু হওয়া ঢাকা টেস্টের প্রথম দিনেই ধ্বংসস্তুুপে দাঁড়িয়ে দারুণ এক শতক হাঁকিয়েছেন মুশফিক।মাত্র ২৪ রানের মধ্যেই ৫ উইকেট হারায় টাইগাররা।
এমন ধ্বংসস্তুুপে নেমে ব্যাট হাতে লড়াই করেন মুশফিক। প্রথম দিন শেষে চালকের আসনেই নিয়ে যান বাংলাদেশ দলকে। এরপরই মুশফিকের প্রশংসায় পঞ্চমুখ হলেন ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।
ঢাকা টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশ সফররত আইসিসি সভাপতি গ্রেগ বার্গেলেকে নিয়ে সংবাদ সম্মেলনে আসেন বোর্ড সভাপতি। এসময়ই তিনি মুশফিকের প্রশংসা করে বলেন, ‘মুশফিক রানে ফিরেছে, আমাদের জন্য স্বস্তির।
আমি সারা জীবন বলে আসছি মুশফিক আমাদের বেস্ট ব্যাটসম্যান।’চট্টগ্রাম টেস্টের মুশফিক সেঞ্চুরি হাঁকানোর পরপরই তার স্ত্রী জান্নাতুল মন্ডি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বোর্ড সভাপতি নাজমুল হাসানকে পাল্টা জবাব দেন। জানান, আমরা হাসিমুখেই বিদায় নেবো ইনশাআল্লাহ। আপনাদের রিপ্লেসমেন্ট আছে তো?
ঢাকা টেস্টের প্রথম দিন বাংলাদেশ ৮৫ ওভারে ৫ উইকেটে ২৭৭ রান তুলেছে। ২৪ রানে ৫ উইকেট হারিয়ে পথ ভোলা বাংলাদেশকে আলো দেখিয়েছেন মুশফিকুর রহিম ও লিটন দাস। সোমবার ঢাকা টেস্টের প্রথম দিন এই দুই ডানহাতি ব্যাটসম্যান রেকর্ড জুটি গড়েছেন।
ইতিহাসে নাম লেখানো জুটি ২৫৩ রানের। টেস্ট ইতিহাসে কোনো দল ২৫ কিংবা এর কম রানে ৫ উইকেট হারানোর পর সেরা জুটি এটি। এর আগের সেরা ছিল শতরানের নিচে, ৮৬!
১৯৫৯ সালে উইন্ডিজের বিপক্ষে ২২ রানে ৫ উইকেট হারানোর পর ৮৬ রান যোগ করেছিলেন পাকিস্তানের ওয়ালিস ম্যাথিয়াস ও সুজাউদ্দিনের। এবার তাদের ছাড়িয়ে গেলেন মুশফিক-লিটন।
বাংলাদেশের টেস্ট ইতিহাসে ষষ্ঠ উইকেটে এটিই (২৫৩) সর্বোচ্চ রানের জুটি। যা এখনও অপরাজিত। ২০০৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষেই কলম্বোতে ষষ্ঠ উইকেটে ১৯১ রান যোগ করেছিলেন মুশফিক ও মোহাম্মদ আশরাফুল। এবার লিটনকে নিয়ে সেই রেকর্ড ভাঙলেন মুশফিক।
প্রথমদিন শেষে বাংলাদেশের সংগ্রহ দিনশেষে ২৭৭/৫। শতক পেয়েছেন দুজনই। লিটন ২২১ বলে ১৩৫ আর মুশফিকুর রহিম ২৫২ বলে ১১৫ রানে অপরাজিত।