আসন্ন জিম্বাবুয়ে সিরিজে লিটনের সঙ্গে ওপেনিং করবে এই তারকা ক্রিকেটার সাফ জানিয়ে দিলেন টিম ম্যানেজম্যান্ট

পঞ্চপান্ডবে তিন ক্রিকেটার সাকিব আল হাসান, মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদের ছাড়াই আসন্ন জিম্বাবুয়ের সফর করবে টাইগাররা।

এই খবরটি যতটা চমকপ্রদ ছিল।তার চেয়েও বেশি চমকপ্রদ পারভেজ হোসেন ইমনের দলে ডাক পাওয়া। বেশ কিছু সময় ধরেই টি-টোয়েন্টি দলের আশেপাশে ঘুরছিলেন ইমন।

পাকিস্তানের বিপক্ষে একটি ম্যাচে দলে ডাকও পেয়েছিলেন তিনি।তবে শেষ পর্যন্ত অভিষেকটা হয়নি এই ক্রিকেটারের। তবে এবারের জিম্বাবুয়ে সফরে একপ্রকার নিশ্চিতভাবে টিম ম্যানেজমেন্ট বাজিয়ে দেখবে ইমনকে।

‘এ’ দলেও ছিলেন না ইমন, সরাসরি এইচপি থেকে জাতীয় দলে ডাক পেয়েছেন এই ক্রিকেটার।এইচপির হযয়ে ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে একটি সেঞ্চুরিও করেছিলেন ইমন।

এই সেঞ্চুরিটিকেও ইমনের দলে ডাক পাওয়ার অন্যতম কারণ মনে করা হচ্ছে।ওপেনিং পজিশনে ব্যাটিং করে থাকেন ইমন। জিম্বাবুয়ের সফরের দলে মোট রয়েছে চার ওপেনার।

ওপেনিংয়ে ম্যানেজমেন্টের প্রথম পছন্দ এনামুল হক বিজয় এবং লিটন কুমার দাস। তাহলে পারভেজ হোসেন ইমন কি জিম্বাবুয়ের বিপক্ষেও একাদশে খেলার সুযোগ পাবেন না?

উত্তরটা সোজাসাপ্টা, ম্যানেজমেন্ট চাইলেই মিডল অডারে ব্যাট করাতে পারেন ইমনকে।এছাড়া ম্যানেজমেন্ট যদি মনে করে ইমনকে ওপেনিং করাবে সেটিও করাতে পারে।

এছাড়া এনামূল হক বিজয়কেও এ সফরে পর্যাপ্ত সুযোগ দিতে চায় টিম ম্যানেজমেন্ট।একারণেই এনামুলই হতে পারে লিটনের যোগ্য সঙ্গী। ক্রিকেটারদের নিজেকে প্রমাণের পর্যাপ্ত সুযোগ দেওয়াই এখন ম্যানেজমেন্টের জন্য বড় চ্যালেঞ্জ।