২০১৯ সালে সাকিব আল হাসান আইসিসির নিষেধাজ্ঞা পেলেন যখন, তার কয়দিন পরই ছিল বাংলাদেশ দলের ভারত সফর। সেই সফরে ছিল দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি। সাকিব ছিলেন এই দুই ফরম্যাটেরই অধিনায়ক।
সাকিব নিষেধাজ্ঞা পেলে ভারত সফরকে সামনে রেখে তড়িঘড়ি করে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় মাহমুদউল্লাহ রিয়াদ ও মুমিনুল হককে।
রিয়াদ এখনও টি-টোয়েন্টি ও মুমিনুল টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। তবে সাম্প্রতিক সময়ে টেস্ট অধিনায়ক মুমিনুলের নেতৃত্বগুণ নিয়ে নানা প্রশ্ন উঠেছে।
মাঠে মুমিনুলের অনেক সিদ্ধান্তের মত কার্যকরী ভূমিকা রাখতে পারছে না তার ব্যাটও। দেশের ক্রিকেটের সিনিয়র ক্রিকেটার ও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা অবশ্য মুমিনুলকে এই দুঃসময়ে আগলে রাখছেন।
যথারীতি বোর্ডও আস্থা হারাচ্ছে না মুমিনুলের ওপর। তাই শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন দুই ম্যাচ টেস্ট সিরিজেও মুমিনুলই থাকছেন অধিনায়কের দায়িত্বে।
বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, বোর্ড অধিনায়ক পরিবর্তনের ব্যাপারে ভাবছে না।
তিনি বলেন, অধিনায়কত্ব বদলের কোনো চিন্তা নেই। স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী শ্রীলঙ্কার মধ্যকার সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ‘সাগরিকা’ খ্যাত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, যে ম্যাচ শুরু হবে ১৫ মে।
এই ম্যাচ শেষে দুই দল পাড়ি জমাবে রাজধানী ঢাকায়।‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ২৩ মে।