আসামে ২৭ উইকেটের দিন শেষে জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ

বিসিবি অনূর্ধ্ব-১৬ দলের আসাম সফর শুরু হয়েছে টেস্ট দিয়ে। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি খেলা হচ্ছে গুয়াহাটির আমিনগাঁও ক্রিকেট গ্রাউন্ড এ।

তিন দিনের ম্যাচের প্রথম দিন শেষে ম্যাচ জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ। প্রথম ইনিংসে স্বল্প রানে আসামকে গুটিয়ে দিয়ে মাঝারি লিড পায় বাংলাদেশ।

দ্বিতীয় ইনিংসে সাত উইকেট হারানো আসাম এখনো ৩৩ রানে পিছিয়ে রয়েছে। স্কুল ক্রিকেটে টুর্নামেন্টে আলো ছড়িয়ে ফাইনালে পাঁচ উইকেট নেয়া সাইখ ইমতিয়াজ শিহাব দুই ইনিংসে নিয়েছেন ৬ উইকেট।

টস জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত প্রথম ঘন্টায় খেলা হয় মাত্র ৩ ওভার। বৃষ্টির পর ১৪ রানের মাথায় ওপেনিং জুটি ভাঙেন রাজিন।

বারো ওভারে ২৩-১ রানে থাকা আসাম পরের চার ওভারে বিধ্বস্ত হয় শিহাব ও সানজিতের কাছে।১২.৩ ওভারে দ্বিতীয় উইকেটের পতন ঘটান সানজিত মজুমদার সিয়াম।

পরের ওভারে এক রান দিয়ে দুই উইকেট নেন স্কুল ক্রিকেটে দ্যুতি ছড়ানো সাইখ ইমতিয়াজ শিহাব। পরের ওভারে আরেকটি উইকেট নেন সানজিত।

ষোলোতম ওভারে এবার ডাবল উইকেট মেইডেন শিহাবের। ৮ রানে ৬ উইকেট হারিয়ে ততক্ষণে মাত্র ৩১ রানেই সাত উইকেট নেই তাদের!

অষ্টম উইকেট জুটিতে ২৬ রান যোগ করেন দু’জনে; ১২ রানে প্রবাল আউট হলে কিছুক্ষণ পর দলীয় সর্বোচ্চ ২০ রান করে ফেরেন একলাভিয়া।

৭৭ রানে শেষ উইকেটের পতন ঘটে।শিহাব ৪ ও রাজিন ৩ উইকেট নেন।জবাবে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনারকে দ্রুতই হারায় সফরকারীরা। তৃতীয় উইকেটে ৬৯ রান যোগ করেন আব্দুল্লাহ ও দেবাশীষ।

আব্দুল্লাহ ৪২ ও দেবা ২৩ রানে আউট হন। দুই সেট ব্যাটার ৯১ রানের মাথায় এবং ৯৫ রানের মাথায় আরো দুই উইকেট হারিয়ে ৯৫-৬ এ পরিণত হয় বাংলাদেশ।

পরের ব্যাটাররা ৫ এর কোটাও পার করতে পারেনি৷ তবে একপাশ আগলে রাখেন পাঁচে নামা হাসানুর জামান, লিড বাড়ানোর উদ্দেশ্যে চড়াও হন প্রতিপক্ষের উপর।

৪৪ মিনিটে ৫ ছক্কা ও ৬ চারের মারে সাজান পঞ্চাশোর্ধ ইনিংস। ৩৮ বলে ১৬৩ স্ট্রাইক রেটে খেলেন ৬২ রানের ইনিংস। যা নিশ্চিত করে বাংলাদেশের ৮০ রানে লিড, দল অল আউট হয় ১৫৭ রানে।
স্বাগতিকদের হয়ে দ্যুতিময় ৪ ও মোহিত ৩ উইকেট নেন।