ইউক্রেনে হা’ম’লার পর থেকে গত দুই সপ্তাহে সেখানে রাশিয়ার ৫ হাজার থেকে ৬ হাজার সে’না প্রা’ণ হারিয়েছেন বলে ধারণা করছেন যু’ক্তরাষ্ট্রের কর্মক’র্তারা। তারা বলছেন, নি’হ’তের সঠিক পরিসংখ্যান এই মুহূর্তে দেওয়া সহ’জ নয়। খবর সিবিএস নিউজ ও বিবিসির।
সিবিএস নিউজকে মা’র্কিন কর্মক’র্তারা বলেন, ইউক্রেনে যত রুশ সে’না নি’হ’ত হয়েছেন, আ’হত তারও তিন গুণ।মা’র্কিন কর্মক’র্তাদের ধারণা, রাশিয়া ইউক্রেনে সাম’রিক অ’ভিযান শুরু করার পর ১৫ থেকে ১৮ হাজার রুশ সে’না আ’হত হয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মা’র্কিন কর্মক’র্তা রুশ সে’নাদের মৃ’ত্যুর এই হারকে দ্বিতীয় বিশ্বযু’দ্ধের সঙ্গে তুলনা করেন।তবে ইউক্রেনের দাবি তাদের প্রতিরোধে ১২ সহস্রাধিক রুশ সে’না নি’হ’ত হয়েছেন।
আর জাতিসংঘ গতকাল জানিয়েছে, এ পর্যন্ত ৪৭৪ জন ইউক্রেনীয় নি’হ’ত হয়েছেন।