ইউক্রেন ইস্যুতে এরদোগানের সঙ্গে যে কথা হলো বাইডেনের

ইউক্রেনে রাশিয়ার হা’ম’লা নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে কথা বলেছেন মা’র্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার এরদোগানকে ফোন করেন বাইডেন। খবর ডেইলি সাবাহ ও আনাদোলুর।

ইউক্রেনে রুশ হা’ম’লার সবশেষ পরিস্থিতি এবং অন্যান্য বিষয়ে দুই নেতার মধ্যে কথা হয়।

ইউক্রেন-রুশ যু’দ্ধ ছাড়াও দুই নেতা টেলিফোনে দ্বিপক্ষীয় নানা বিষয়ে কথা বলেন বলে তুরস্কের কমিউনিকেশন ডিরেক্টরেট জানিয়েছে।
যু’দ্ধ থামাতে তুরস্কের উদ্যোগগুলো তুলে ধরেন এরদোগান। সেই সঙ্গে সংকট আরও ঘনীভূত হওয়ার আগে দ্রুত যু’দ্ধ বন্ধ করার তাগিদ দেন তিনি। ইউক্রেনে বেসাম’রিক লোকদের প্রা’ণহানির বি’রু’দ্ধে তুরস্ক-এ কথা জানিয়েছেন এরদোগান।

তুরস্কের ওপর যু’ক্তরাষ্ট্রের আরোপ করা অন্যায্য নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানান এরদোগান।

৪৫ মিনিটের ফোনালাপে বাইডেন যু’দ্ধ বন্ধে তুরস্কের ভূমিকার প্রশংসা করেন।

তুরস্কের সঙ্গে রাশিয়া ও ইউক্রেন দুদেশের স’ম্প’র্কই ভালো। এরদোগান বলেছেন, এই যু’দ্ধ থামাতে তিনি ২০ দেশের নেতার সঙ্গে কথা বলেছেন।

আর যু’ক্তরাষ্ট্র শুরু থেকেই ইউক্রেনে আগ্রাসনের নিন্দা জানিয়ে আসছে। রাশিয়া থেকে জ্বালানি আম’দানি বন্ধ করে দিয়েছে জো বাইডেনের সরকার।