বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ জিতে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে টিম ওয়েস্ট ইন্ডিজ। দুই ম্যাচ সিরিজের টেস্ট সিরিজ শেষ হতে না
হতেই শুরু হয়েছে সাদা বলের টি-টোয়েন্টি এবং ওয়ানডে লড়াইয়ের প্রস্তুতি।আর আসন্ন ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা করা হয়েছে।
টেস্টের পর বাংলাদেশের সাথে তিনটি ওয়ানডে এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে ক্যারিবিয়ানরা।
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য উইকেটকিপার ব্যাটসম্যান নিকোলাস পুরানকে অধিনায়ক এবং রোভম্যান পাওয়েলকে সহঅধিনায়ক করে দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।
যেখানে ইঞ্জুরি কাটিয়ে দলে ফিরিছেন ওবেদ ম্যাকক।তাছাড়া অনেক দিন পর দলে আবারো ফিরেছেন ডেভন থমাস ও কিমো পল।
টি-টোয়েন্টি দলের পাশাপাশি ওয়ানডে দলেও অধিনায়ক করা হয়েছে নিকোলাস পোরানকে।যেখানে তার ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন শাই হোপ।বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলে নতুন ডাক পেছেন গুদাকেশ মোটি।
তবে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি এবং ওয়ানডে দল ঘোষণা করলেও সেখানে কোনো ফর্মেটের দলেই নেই গেইল, আন্দ্রে রাসেল, শিমরন হেইটমায়ার, জেসন হোল্ডার,
এভিন লুইসদের মতো তারকা খেলোয়াড়দের ছাড়াই মাঠে নামবে স্বাগতিকরা। কিরন পোলার্ড অবসর নেয়ায় দলের নেতৃত্ব দেবেন উইকেটকিপার ব্যাটসম্যান নিকোলাশ পুরান।
ওয়েস্ট ইন্ডিজের টি – টোয়েন্টি স্কোয়াড : নিকোলাস পুরান ( অধিনায়ক ) , রোভম্যান পাওয়েল ( সহ – অধিনায়ক ) , শামারাহ ব্রুকস , অকিল হোসেন , আলজারি জোসেফ,ব্রেন্ডন কিং ,কাইল মেয়ার্স , ওবেদ ম্যাককয়,কিমো পল , রোমারিও শেফার্ড ,ওডেন স্মিথ,ডেভন থমাস,হেইডেন ওয়ালশ জুনিয়র। সংরক্ষিত খেলোয়াড় : ডমিনিক ড্রেকস।
ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে স্কোয়াড : নিকোলাস পুরান ( অধিনায়ক ) , শাই হোপ ( সহ – অধিনায়ক ) , শামারাহ ব্রুকস , কেচি কার্টি , অকিল হোসেন , আলজারি জোসেফ , ব্রেন্ডন কিং , কাইল মেয়ার্স , গুডাকেশ মোটি , কিমো পল , অ্যান্ডারসন ফিলিপ , রোভম্যান পাওয়েল , জেইডেন সিলস।সংরক্ষিত খেলোয়াড় : রোমারিও শেফার্ড।