উরুগুয়েকে ৭ গোল দিয়ে শিরোপা জিতলো ব্রাজিল

রোববার রাতে দক্ষিণ আমেরিকান প্রতিদ্বন্দ্বীকে ৭-০ গোলে বিধ্বস্ত করে অনূর্ধ্ব-২০ টরনেইয়ো আন্তর্জাতিক টুর্নামেন্টের শিরোপা জিতেছে সেলেসাওরা।

ঘরের মাঠ কারাসিকায় এস্তাদিও ক্লেবের আন্দ্রাদে স্টেডিয়ামে ব্রাজিলের পক্ষে একটি করে গোল করেন ভিতর রক, কাইকি আর জাদের।

মার্কোস লিওনান্দ্রো একাই করেন চার গোল।ব্রাজিলের এই সাফল্য এসেছে অপরাজিত থেকেই। তিন ম্যাচে তারা জিতেছে তিনটিই।

প্রতিপক্ষের জালে বল জড়িয়েছে ১৬ বার, গোল হজম করেছে মাত্র ৩টি।ম্যাচের ১২ মিনিটের মাথায়ই এগিয়ে যেতে পারতো ব্রাজিল।

সাইওর শট একটুর জন্য জাল পায়নি। অন্যদিকে এন্ডারসন দোয়ার্তের দারুণ এক শট ঠেকিয়ে ব্রাজিলকে বাঁচান গোলরক্ষক।ওই পর্যন্তই।

এরপর শুধু খেলেছে ব্রাজিল। তাকিয়ে তাকিয়ে দেখেছে উরুগুয়ে। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থাকা সেলেসাওরা দ্বিতীয়ার্ধে দেয় আরও ৪ গোল।