একজন ব্যাটসম্যানকে প্রশংসায় ভাসালেন হেড কোচ রাসেল ডমিঙ্গো

জাতীয় দলে জায়গাটা বেশ আগে থেকেই পাকা থাকলেও নিজেকে যেন ঠিক মেলে ধরতে পারছিলেন না লিটন দাস।

ওয়ানডে, টি-টোয়েন্টি কিংবা টেস্ট তিন ফরম্যাটেই একের পর এক ব্যর্থ ইনিংস উপহার দেয়ার পর সমালোচনায় পড়তে হয় এই উইকেটরক্ষক ব্যাটারকে। তবে সব সমালোচনা পেছনে ফেলে বিশ্বমানের ব্যাটিং দিয়ে আবারও নজর কাড়তে সক্ষম হয়েছেন লিটন।

তিন ফরম্যাটেই সাম্প্রতিক সময় দুর্দান্ত ফর্মে রয়েছেন লিটন দাস। সাদা কিংবা রঙিন পশাক হোক পারফরম্যান্স কিছুতেই মলিন নেই লিটনের। টেস্ট চ্যাম্পিয়নশিপে বিশ্বের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকাতেও বেশ উপরের দিকে রয়েছেন লিটন।

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে অল্পের জন্য সেঞ্চুরি মিস করলেও ঢাকা টেস্টে ঠিকই শতক তুলে নিয়েছেন লিটন। প্রথম দিনে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে মুশফিকুর রহিমের সাথে জুটি গড়ে দলকে শতক হাঁকিয়ে অপরাজিত রয়েছেন লিটন।

এদিকে লিটন দাসের এমন দুর্দান্ত ব্যাটিংয়ের পর হেড কোচ রাসেল ডমিঙ্গো প্রশংসায় ভাসিয়েছেন তাকে। লিটন দাসের টেস্ট ক্যারিয়ার কেবল শুরু হয়েছে বলে মনে করেন ডমিঙ্গো। এই ধারাবাহিকতা ধরে রেখে সামনে আরও এগিয়ে যাবেন লিটন এমনটাই প্রত্যাশা করেন হেড কোচ।

ডমিঙ্গো বলেন, ‘’এটা তৃতীয় সেঞ্চুরি। তার এখনও অনেক দূর যেতে হবে। সে অসাধারণ খেলোয়াড়, দেখার জন্য শান্তির। তার হাতে অনেক সময়। কিন্তু আশা করি এটা সফল টেস্ট ক্যারিয়ারের মাত্র শুরু। সে গত দেড় বছর ধরে দারুণ কাজ করছে। কিন্তু তারটা এখনও শেষ হয়নি।‘’

ব্যাটিং করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটি তা হল টেকনিক। লিটন তার টেকনিকে উন্নতি করেছেন গত দেড় বছরে এমনটাই জানিয়েছেন ডমিঙ্গো।

তিনি যোগ করেন, ‘’আমার মনে হয় টেকনিক খুব গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ক্রিকেটে। লিটন তার খেলাকে মূল্য দিচ্ছে। সে খুব ভালো ব্যাটিং টেকনিকে উন্নতি করেছে। সে গত দেড় বছর ধরে টেস্টের জন্য প্রস্তুত হওয়ার ভালো উপায় পেয়েছে। জানে কখন কাজ করতে হবে, আর কখন হবে না। সে ভালো একটা রুটিন মেনে চলছে।‘’