একসাথে তাণ্ডব চালিয়ে সেঞ্চুরি তুলে নিলেন বিজয় তামিম ম্যাচ শেষে দেখেনিন স্কোর

ডিপিএলে ব্যাট হাতে তাণ্ডব চালালেন তামিম ইকবাল ও এনামুল হক বিজয়। বিকেএসপিতে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে ম্যাচে দ্রুতগতির সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জিতিয়েছেন তামিম ইকবাল।

তার সাথে থাকা আরেক ওপেনার এনামুল হক বিজয়ও শতক হাঁকিয়েছেন এদিন।রূপগঞ্জ টাইগার্সের বেধে দেয়া ২৩০ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা কিছুটা দেখেশুনে করেন প্রাইম ব্যাংকের দুই ওপেনার তামিম ইকবাল ও এনামুল হক বিজয়।

সময় যত গড়িয়েছে ব্যাটের ধার তত বেড়েছে দুজনেরই।অর্ধশতক হাঁকাতে তামিম এদিন সময় নিয়েছেন ৫৭ বল। ৭টি চারের সাহায্যে অর্ধশতক পূর্ণ করা তামিম অবশ্য এরপর আরও আগ্রাসী রূপ নেন।

রূপগঞ্জের বোলারদের তুলোধুনো করে এদিন তামিম শতক তুলে নিয়েছেন মাত্র ৭৭ বলে। যেখানে ছিল ৯টি চার ও ৭টি ছক্কা।

তামিমের সাথে থাকা অপর ওপেনার এনামুল হক বিজয় অবশ্য শুরু থেকেই বলের সাথে তাল মিলিয়ে রান তুলতে থাকেন।

লিস্ট ‘এ’ ক্রিকেটের মর্যাদা পাওয়ার পর ডিপিএলের এক আসরে প্রথম ব্যাটার হিসেবে ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বিজয় এই ম্যাচেই।

৩৮ বলে অর্ধশতক পূর্ণ করা বিজয় ধীরে ধীরে এগিয়ে যান শতকের দিকে। এবারের ডিপিএলে তৃতীয় শতক হাঁকাতে বিজয় শেষ পর্যন্ত খেলেন ৮২ বল।

ম্যাচের শেষ পর্যন্ত তামিন ইকবাল ৮১ বল মোকাবেলায় ৯টি চার ও ৭টি চারে অপরাজিত থাকেন ১০৯ রানে। এছাড়া এনামুক হক বিজয় ৮৪ বল মোকাবেলায় ১১টি চার ও ৬টি ছক্কার সাহায্যে খেলেন অপরাজিত ১১২ রানের ইনিংস।

এই দুই ব্যাটারের দুর্দান্ত শতকে ভর করে প্রাইম ব্যাংক ম্যাচ জিতে ১০ উইকেটের বড় ব্যবধানে।এর আগে প্রথমে ব্যাটিং করতে নামা রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব শুরুটা খুব বেশি সুবিধাজনক করতে পারেনি।

টপ অর্ডারে জাকির, ইমরানুজ্জামান কিংবা ফজলে রাব্বিরা বড় স্কোর গড়তে ব্যর্থ হলে মিডল অর্ডারে সাদ নাসিম ও মার্শাল আইয়ুব মিলে বড় স্কোর গড়েন।সাদ নাসিমের ৯৪ বলে ৮৫ এবং মার্শাল আইয়ুবের ৯০ বলে ৫৮ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারের ২ বল বাকি থাকতেই রূপগঞ্জ অলআউট হয় ২২৯ রানে।