মুস্তাফিজুর রহমানের দিল্লী ক্যাপিটালস নিজেদের প্রথম চার ম্যাচের মধ্যে দুটিতে জয়ের দেখা পেয়েছে। টানা দুই ম্যাচ হারলেও চতুর্থ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচে দুর্দান্ত জয়ের দেখা পেয়েছে দিল্লী।
নিজেদের পঞ্চম ম্যাচে দিল্লী ক্যাপিটালস মাঠে নামতে যাচ্ছে আরেক শক্তিশালী দল রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালোরের বিপক্ষে। এই ম্যাচে কেমন হতে পারে দিল্লীর একাদশ তা এবার দেখে নেয়া যাক।
দিল্লীর টপ অর্ডারে রানে ফিরেছেন পৃথ্বী শ। কলকাতার বিপক্ষে তার সাথে জুটি বেধে দলকে ভালো শুরু এনে দিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। ফলে বেঙ্গালোরের বিপক্ষে ম্যাচেও ইনিংস উদ্বোধনের দায়িত্ব থাকছে এই দুই ব্যাটারের উপরেই।
ব্যাটিং অর্ডারে অবশ্য আসতে পারে একটি পরিবর্তন। রভম্যান পাওয়েল গত কয়েক ম্যাচ ধরেই রানের দেখা পাচ্ছেন না। ফলে তার পরিবর্তে নতুন বিদেশি হিসেবী একাদশে যুক্ত হতে পারেন টিম শেফার্ট। তবে শেফার্টকে টপ অর্ডারে খেলানো হলে ব্যাটিং অর্ডার আরও পরিবর্তন হতে পারে বাকিদের।
বোলিং বিভাগে দুর্দান্ত ফর্মে রয়েছেন স্পিনার কুলদিপ যাদব। দুই ম্যাচ জেতা দিল্লীর হয়ে দুই ম্যাচেই সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন এই বোলার। ফলে বেঙ্গালোরের বিপক্ষে তার উপরেই নজর থাকবে আলাদাভাবে। অন্যদিকে পেস বোলিং বিভাগে পরিবর্তন আসার সম্ভাবনা নেই খুব একটা। দেশী বোলারদের মধ্যে শার্দূল ঠাকুর ও খলিল আহমেদ ভালো করায় এনরিখ নরকিয়াকে আবারও রাখা হতে পারে একাদশের বাইরে।
পেসার মুস্তাফিজুর রহমান স্ট্রাইক বোলার হিসেবে কলকাতার বিপক্ষে রান আটকে রাখতে সক্ষম হয়েছিলেন। চার ওভারে মাত্র ২১ রান খরচ করে দলের জয়ে ভূমিকাও রেখেছেন কাটার মাস্টার। তাই একাদশে তার থাকার সম্ভাবনাও রয়েছে প্রবলভাবে।
রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালোরের বিপক্ষে দিল্লী ক্যাপিটালস মাঠে নামবে আগামী ১৬ এপ্রিল বাংলাদেশ সময় রাত ৮টায়।
এক নজরে দেখে নেয়া যাক এই ম্যাচের জন্য দিল্লীর সম্ভাব্য সেরা একাদশ
পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার, রিশাব পান্ত, টিম শেফার্ট, শরফরাজ খান, ললিত যাদব, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, কুলদিপ যাদব, মুস্তাফিজুর রহমান, খলিল আহমেদ।