আশরাফুল নাম তো সুনা হোগ। না সুনলে সুনুন,তিনি বাংলাদেশের ক্রিকেটে প্রথম সুপারস্টার। বাংলাদেশ নামটাই যখন কেউ জানে না চিনে না তখন আশরাফুল কাপন ধরাত প্রতিপক্ষের বুকে।
বিদেশের মাটিতে খেলতে গেলে দরশোক আশরাফুলের দেশের নাম জানতো না কিন্তু আশরাফুল নামে একটা ভয়ংঙ্কার ক্রিকেটার আছে এ নবিন ছোট্ট দলে তারা তা ঠিকই জানতো।
সাকিবের আগে এই দেশটাকে চিনিয়েছে সে হলো এই আশরাফুল।কিন্তু এই আশরাফুল এর বর্তমান অবস্থা খুবই করুন,
দেশের ক্রিকেটে আশরাফুলের সুদিন আসে না বিপিএল ডিপিএল কিংবা এনছিএলেও আশরাফুলের ব্যাটটা খুব একটা হাসে না। তবে সেই ব্যাটাই সব জেন উজার করে দিচ্ছে ইংল্যান্ডের মাটিতে।
যদিও এটি ২য় সারির একটি লিগ। বাংলাদেশের এই ক্রিকেটার এখন মাইনোর কাউন্টি খেলতে ইংল্যান্ডে আছেন। দুর্দান্ত ফর্মে থেকে সেখানে রানের ধারাও আছেন।
সর্ব কনিষ্ঠ এই টেস্ট সেঞ্চুরিয়ান। ইংল্যান্ডের মাটিতে একের পর এক ব্যার্টিং তান্ডব চালাচ্ছে আশরাফুল।প্রতিটি ম্যাচেই আশরাফুলের ব্যাটে ফুটছে রানের ফুল।
পুরো দলের পারফর্মে যখন জয়চি স্বপ্ন প্রায় অস্ত তখন আশরাফুলের ঝড়ে প্রতিপক্ষ পরাস্থ। এর আগেও এই ইংল্যান্ডে লিগ খেলেছেন তিন বার আশরাফুল। তবে এবারই পাচ্ছেন সব থেকে বেশি সফলতা মি.কুল। করছেন একের পর এক ঝড় সেঞ্চুরি।