কারও নামে গরুর নামকরণ ঠিক নয়: ওমর সানী

আর মাত্র কদিন পরেই কোরবানির ঈদ। এ উপলক্ষে দেশজুড়ে বসছে কোরবানির পশুর হাট। ক্রেতাদের কাছে আকর্ষণীয় করতে বড় আকারের গরুগুলোকে ‘বস’, ‘রাজাবাবু’, ‘টাইগারবাবু’, ‘ডন’, ‘কালামানিক’সহ নানা ধরনের নাম দিয়ে থাকেন খামারিরা।

কেউ কেউ আবার মানুষের নামেও নামকরণ করে থাকেন। উদ্দেশ্য একটাই, ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ। তবে মানুষের নামে কোরবানির গরুর নামকরণ ঠিক নয় বলে মন্তব্য করেছেন ঢাকাই ছবির নব্বই দশকের নম্বর ওয়ান হিরো ওমর সানী।

মঙ্গলবার (৫ জুলাই) মধ্যরাতে ফেসবুকে নিজের একটি ছবি পোস্ট করে ওমর সানী লিখেছেন, ‘পবিত্র কোরবানির গরুর নাম কারও নামের সঙ্গে নামকরণ ঠিক নয়। ইসলামের সঙ্গে যায় না। তিনি পরামর্শ দিয়ে আরও লেখেন, আফ্রিকাতে কিংবা বাংলাদেশে কিছু হায়েনা আছে, তাদেরকে ওই নামগুলো ট্রান্সফার করেন।

উল্লেখ্য, বিগত বছরগুলো কোরবানির ঈদের আগে রোনালদো, মেসি, নেইমারদের মতো বিশ্বখ্যাত ফুটবল তারকাদের নামে বিশাল বিশাল গরু দেখা গেছে হাটে। তবে দেশি অভিনেতাদের নামে গরুর নাম এবারই প্রথম।