এবার সাভার বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের ম্যাচ খেলে মোটরসাইকেলে চড়ে ঢাকায় ফিরছেন মাশরাফি বিন মুর্তজা।
গতকাল শুক্রবার রাতে মাশরাফির এমন কয়েকটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে।বিকেএসপিতে ম্যাচ শেষে নিজের মোটরসাইকেলেই সবসময় ঢাকায় ফেরেন জাতীয় দলের সাবেক এ অধিনায়ক।
চলতি প্রিমিয়ার লিগে লেজেন্ডস অব রুপগঞ্জের অধিনায়ক হিসেবে খেলছেন নড়াইল এক্সপ্রেস। মাশরাফির এই সাধারণ জীবন-যাপনের খবর গোটা বাংলাদেশই জানে।
ক্রিকেট ক্যারিয়ারের শুরু থেকেই এমন জীবনেই অভ্যস্ত তিনি, এমনকি জাতীয় দলের অধিনায়ক হওয়ার পরও বদলায়নি তার জীবনধারা।
গতকাল শুক্রবার ভাইরাল হওয়া ছবিগুলো নিয়ে বেশিরভাগ মানুষের মন্তব্য ছিল, এখনও ক্রিকেট খেললেও মাশরাফি বর্তমানে একজন সংসদ সদস্য।
দেশের কোনো এমপিকে পাওয়া যাবে না এমন সাধারণভাবে দিনাতিপাত করতে।একাকী মহাসড়কে নিজস্ব মোটরসাইকেলে ছুঁটে চলতে।
পাশে নেই কোনো গাড়ি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য,প্রটোকল। দেশের আর ১০ জন মানুষেরই মতোই সাংসদ মাশরাফি ‘সাধারণ আভিজাতে’ দাপিয়ে বেড়ান দেশের অলি-গলি।
তাছাড়া মাশরাফির মতো সংসদ সদস্য দেখা পাওয়াটা বিরলই বটে। নিশ্চিতভাবে শুধু ক্রিকেট মাঠ নয়, মাশরাফি এখন রাজনীতির মাঠেও দেশের গর্ব।
রাজনৈতিকদের চাকচিক্য, বাঁধা-ধরা, নিরাপত্তার ছকে বাঁধা জীবনে অভ্যস্ত নন মাশরাফি। তার জীবন যাপন নিতান্তই সাধারণের মতো। আর এ কারণেই মাশরাফি অনন্য সাধারণ।