চালকের আসনে বাংলাদেশ দিন শেষে রান পাহাড় গড়ছে টাইগাররা

অসাধারন এক দিন কাটিয়েছে বাংলাদেশ। তাতে চালকের আসনে টাইগাররা যেখানে বাংলাদেশ কে নেতৃত্ব দিয়েছেন তামিম ইকবাল ও জয় এবং শেষ দিকে লিটন এ মুশফিকের ব্যাটিং বাংলাদেশ যে এখন স্বপ্ন দেখাচ্ছে লিড নেয়ার।

দ্বিতীয় দিন শেষে কোন উইকেট না হারানো বাংলাদেশ সংগ্রহ করেছিল ৭৬ রান। সেখান থেকে তৃতীয় দিনে ব্যাটিং শুরু করেন দুই ওপেনার তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয়।

বেশ কয়েক বছর ধরেই বাংলাদেশ টেস্ট ক্রিকেটের ওপেনিং জুটি থেকে খুব একটা সুবিধা করতে পারছিল না বিশেষ করে ইমরুল কায়েস একাদশ থেকে বাদ পড়ার পর থেকেই।

একের পর এক তামিম ইকবালের ওপেনিং পার্টনার পরিবর্তন হলেও সাফল্য আসছিল না বাংলাদেশের। তবে অবশেষে সেই দুশ্চিন্তা দূর করল মাহমুদুল হাসান জয়।

বেশ কয়েক বছর পরে ওপেনিং জুটিতে সেঞ্চুরির পার্টনারশিপ গড়েন এই দুই বাংলাদেশী ব্যাটসম্যান। শুধু তাই নয় তাদের ওপেনিং পার্টনারশিপ তা ছাড়িয়ে যায় দেরশ’ রান। টেস্ট ক্যারিয়ারে আরও এক অর্ধশতক তোলার পর মাহমুদুল হাসান জয় বিদায় নেন 58 রান করে।

তবে জয় বিদায় নিল এগিয়ে যাচ্ছিলেন তামিম, যদিও দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। জয়ের বিদায়ের পর নাজমুল হাসান শান্ত করেন ১ রান এবং মমিনুল হক করেন মাত্র দুই রান।

অধিনায়কের রান খরা চলছেই, শেষ ৫ ইনিংসে মাত্র ১৫ রান এসেছে তার ব্যাটে। তাদের দুইজনকে ফিরিয়ে দেয় কনকাশনে বদলি হিসেবে নামা রাজিথা।

বাংলাদেশের দুশ্চিন্তা আরো বাড়িয়ে তোলে তামিম ইকবালের ইঞ্জুরি। টেস্ট ক্যারিয়ারে দশম সেঞ্চুরি তোল এই বাঁহাতি ওপেনার ১৩৩ রান করার পরে অবসরে চলে যান পেশিতে টান লাগার কারণে। তিনি আর ব্যাটিং চালিয়ে যেতে পারেননি, তাই তার বদলে মাঠে নামেন লিটন দাস।

মুশফিকুর রহিম ও লিটন দাস মিলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে থাকেন বড় সংগ্রহের দিকে। এই দুজন মিলে এর আগেও বেশ কয়েকবার বাংলাদেশকে রক্ষা করেছেন এই সাদা পোশাকের ক্রিকেটে। দুজনে মিলে সামলে নেন শ্রীলংকার স্পিন বোলিং, যেখানে বাংলাদেশের স্পিন দারুন ভুগিয়েছে লংকানদের। হঠাৎ করে পিচে বল একেবারে নীচে নামা কিংবা বাউন্স করা, সব কিছু দারুন ভাবেই সামলেছেন দুই তারকা।

এদিন দুজনেই পেরিয়ে যান অর্ধশতকের মাইলফলক যা লিটন দাসের টেস্ট ক্যারিয়ারে ১২তম ও মুশফিকের ক্যারিয়ারে ৪৬তম। এই অর্ধশতক বেশ প্রয়োজন ছিল মুশফিকের জন্যে, কেননা অফফর্মের কারনে বেশ সমালোচনা সইতে হচ্ছিল তাকে। শেষ পর্যন্ত আর কোন উইকেট হারায় নি বাংলাদেশ। দুজনে মিলে শেষ করেন ৩য় দিন। তাতে ৩ উইকেট হারিয়ে ৩১৮ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। লিটন ৫৪ ও মুশফিক করেছেন ৫৩ রান। ৩য় দিন শেষে বাংলাদেশ পিছিয়ে আছে মাত্র ৭৯ রানে। কাল ৪র্থ দিনে ব্যাট করতে নামবেন লিটন ও মুশফিক।