চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচ হেরে, মুস্তাফিজকে নিয়ে বড়সড় আফসোস কোচ রিকি পন্টিংয়ের

গতকাল চেন্নাইয়ের বিপক্ষে মুস্তাফিজের বদলি হিসেবে নেওয়া হয় বেধড়ক পিটুনি খাওয়া নরকিয়াকে।এবার অবশ্য দিল্লি দলের প্রধান কোচ রিকি পন্টিং বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজকে নিয়ে করলেন বড় আফসোস।

তিনি বলেন মুস্তাফিজকে একাদশ থেকে বাদ দেওয়া ঠিক হয় নাই। বাংলাদেশি পেসার মুস্তাফিজ এর আগের ম্যাচ গুলোতে একাধিক ডটবল খেলানোর পাশাপাশি উইকেটও পেয়েছেন তিনি।

একারণে রিকি পন্টিং মনে করেন কাটার মাস্টারই দলের জন্য পারফেক্ট বোলার।গতকাল রাত ৮ টায় দিল্লি ক্যাপিটালস টস হেরে প্রথমে বোলিং সিদ্ধান্ত নেয়।

তবে বল হাতে নজর কাড়া পারফরম্যান্স দেখাতে ব্যর্থ হয়েছে দল।চেন্নাই ডেভন কনওয়ের ৪৯ বলে পাঁচ ছক্কা ও সাত চারে ৮৭ রানের ইনিংসে ভর করে ৬ উইকেটে ২০৮ রান তোলে।

অন্যদিকে ঋতুরাজ গাইকোয়াড ৩৩ বলে ৪১, শিভাম দুবে ১৯ বলে ৩২ ও এমএস ধোনি ৮ বলে ২১ রান করেন।দিল্লির বোলার শার্দুল ঠাকুর ৩ ওভারে ৩৮, খলিল আহমেদ ৪ ওভারে ২৮ রানে ২ উইকেট ও এনরিক নরকিয়া ৪ ওভারে ৪২ রান দিয়ে নেন ৩ উইকেট।

এদিকে গুরুত্বপূর্ণ তিন উইকেট পেলেও দিল্লী দলের অন্যতম তারকা ফিজের জায়গায় খেলা নরকিয়া ছিলেন খরুচে।দশের ওপর রান দিয়েছেন ওভার প্রতি।

এছাড়া কুলদীপ যাদব ৩ ওভারে ৪৩ রান খান। মিশেল মার্শ ৩ ওভারে ৩৪ রান দিয়ে নেন এক উইকেট।বড় রান তাড়া করতে নেমে ১৭.৪ ওভারে ১১৭ রানে অলআউট হয় দিল্লি।

ডেভিড ওয়ার্নার ১৯, মিশেল মার্শ ২৫, ঋষভ পান্ত ২১ রান করে ফিরে যান। তারা সেট হয়ে আউট হওয়ায় লজ্জার হার নিয়ে মাঠ ছাড়ে দিল্লি। চেন্নাইয়ের হয়ে মঈন আলী ৪ ওভারে ১৩ রানে নেন ৩ উইকেট। এছাড়া মুকেশ চৌধুরী, ডোয়াইন ব্রাভো ও সিমারজিৎ সিং দুটি করে উইকেট নেন।