ছেলে-মেয়েকে নিয়ে মিরপুরে মুস্তাফিজ ভক্ত ব্রিটিশ হাই কমিশনার

বাড়ি ব্রিটিশ মুল্লুকে হলেও মুস্তাফিজুর রহমানের ভক্ত জাভেদ প্যাটেল।বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আতিথেয়তায় বাঁহাতি এই পেসারের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছিলেন ভারপ্রাপ্ত এই ব্রিটিশ হাই কমিশনার।

এদিন মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সঙ্গে নিয়ে এসেছিলেন নিজের ছেলে মেয়েকে।২০২০ সালে ব্রিটিশ ডেপুটি হাই কমিশনারের দায়িত্ব নিয়ে বাংলাদেশে আসেন জাভেদ।

ডেপুটি হিসেবে এলেও বর্তমানে ভারপ্রাপ্ত ব্রিটিশ হাই কমিশনার হিসেবে কাজ করছেন তিনি। বিসিবির আতিথেয়তা পেয়ে মিরপুরে মুস্তাফিজের সঙ্গে দেখা করেছেন তিনি।

মুস্তাফিজ ছাড়াও মুশফিকুর রহিম ও বেশ কয়েকজন ক্রিকেটারের সঙ্গে দেখা হয়েছে জাভেদের। ফিজের সঙ্গে দেখা হওয়াটা তার ছেলের জন্যও দারুণ কিছু বলে মনে করেন এই ব্রিটিশ হাই কমিশনার।

মুশফিকের সঙ্গে দেখা করেও তার ভালো লেগেছে বলে জানান তিনি।এ প্রসঙ্গে জাভেদ বলেন, ‘আমরা মুস্তাফিজের সঙ্গে দেখা করেছি। তার অনেক বড় ভক্ত আমি।

সে দিক থেকে তার সঙ্গে দেখা হওয়াটা আমার ছেলের জন্যও দারুণ কিছু। আমি বাংলাদেশে একটা ম্যাচ দেখতে সত্যি মুখিয়ে আছি। এই বছর আমার সে সুযোগ আছে।

একটু আগে মুশফিকের সঙ্গেও আমাদের দেখা হয়েছে। বেশ ভালো লাগছে।’দীর্ঘদিন ধরে বাংলাদেশে এলেও মাঠে বসে খেলার দেখার সুযোগ হয়নি তার।

মূলত কোভিডের কারণেই মাঠে বসে খেলা দেখার সুযোগ হয়নি তার।মাঠে বসে খেলা দেখতে না পারলেও স্টেডিয়ামে এসে কয়েকজন ক্রিকেটারের সঙ্গে দেখা করা এবং মাঠের বাইরে বিহাইন্ড দ্য সিন দেখতে পেরে বেশ উচ্ছ্বসিত জাভেদ। যাওয়ার আগে বিসিবির প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি।জাভেদ বলেন,

‘আমি ক্রিকেটের অনেক বড় ভক্ত। বাংলাদেশে এসেছি ২০২০ সালে। আর এখানে নেমেই আমি চিন্তা করেছিলাম একটা ক্রিকেট ম্যাচ দেখবো মাঠে বসে।

কিন্তু কোভিডের কারণে সেটা সম্ভব হয়নি। তবে আজ এখানে আসতে পেরে এবং স্টেডিয়ামটি ঘুরে দেখতে পেরে আমি দারুণ আনন্দিত। আর সঙ্গে করে আমি আমার ছেলেকে নিয়ে এসেছি যে প্রথম বাংলাদেশে এসেছে।’

‘ক্রিকেটের বড় একজন ভক্ত হিসেবে এখানে এসে কয়েকজন ক্রিকেটারের সাথে দেখা করা এবং মাঠের বাইরে বিহাইন্ড দ্য সিনে কি হয় সেসব দেখে ভালো কিছু সময় কাটিয়েছে সে। আমি খুব আনন্দিত এবং বিসিবির প্রতি কৃতজ্ঞ আমাকে আজ আতিথেয়তা দেওয়ার জন্য।’