জলমগ্ন চট্টগ্রাম মহানগরী। ভারি বৃষ্টিতে জলজট কমেনি বৃষ্টি থামার কয়েক ঘণ্টা পরও। এতে বিপাকে পড়েছেন অফিসগামী সাধারণ মানুষ। আবহাওয়া অফিস বলছে, এমন বৃষ্টি থাকবে আরও দুইদিন।
সোমবার (২০ জুন) বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, রাতভর ভারি বৃষ্টিতে নগরের বহদ্দারহাট, চান্দগাঁও, আগ্রাবাদের নিচু এলাকা প্লাবিত হয়েছে। ভোর সাড়ে ছয়টার পর বৃষ্টি থেমে গেলেও এখনও নামেনি বৃষ্টির পানি। হাঁটু পানি জমেছে চান্দগাঁও থানায়। কোনো কোনো জায়গায় রাস্তায় মাছ ধরতেও দেখা যায়।
ইসমাইল হোসেন নামে এক বাস চালক বললেন, সকালে গাড়ি নিয়ে বের হওয়ার পর বড়দিঘীর পাড় এসে আটকে গেছি। কোমর সমান পানির সঙ্গে যানজট। সব মিলিয়ে খুব খারাপ অবস্থা। কখন পরিস্থিতি স্বাভাবিক হবে বুঝতে পারছি না।
এদিকে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২৪১ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে চট্টগ্রাম আবহাওয়া অফিস।
প্রতিষ্ঠানটির পূর্বাভাস কর্মকর্তা বিশ্বজিৎ চৌধুরী বলেন, এই বৃষ্টি থেমে থেমে আরও দুইদিন থাকতে পারে। সকাল থেকে বৃষ্টি থেমে গেলেও বিকেলে আবারও বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানান তিনি।