ফুটবল বিশ্বকাপ ও ভারতের বিপক্ষে হোম সিরিজের জন্য ডিসেম্বর ও জানুয়ারি মাসে বিপিএলের নবম আসর আয়োজন করা সম্ভব হচ্ছে না।
তাই ২০২৩ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস টার্গেট করে এগোতে চায় বিপিএল গভর্নিং কাউন্সিল।
আসন্ন বিপিএল আবার পুরনো ফরম্যাটে হতে যাচ্ছে। সেই ক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজি স্বত্ব বিক্রি করা হবে তিন বছরের জন্য।
ফ্র্যাঞ্চাইজি ফি ধরা হয়েছে ১০ কোটি টাকা।যদি দীর্ঘমেয়াদে স্বত্ব দেওয়া হয় তাহলে ঢাকা ডায়নামাইট, রংপুর রাইডার্স, খুলনা টাইগার্স ফিরবে।
এছাড়াও কুমিল্লা ভেক্টোরিয়ান্স তো আছে। তাই আসন্ন আসরে দলগুলোকে বড় বাজেট নিয়েই মাঠে নামতে হতে পারে।
এদিকে বিপিএলের জন্য হুমকি হয়ে উঠতে পারে আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট (আইএল টি২০)।
এই টুর্নামেন্ট আয়োজনে এখন নিরাপদ স্লট খুঁজে বের করাই কঠিন হয়ে গিয়েছে।
বিপিএল গভর্নিং কাউন্সিল ২০২৩ সালের জানুয়ারির ৩ তারিখ থেকে ফেব্রুয়ারির ১৭ পর্যন্ত বিপিএল আয়োজন করতে চাই। সেই ক্ষেত্রে বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহনে কোন সমস্যা হবে না।