ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের পর এবার জিম্বাবুয়ে সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৬ জুলাই জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ।
ইতিমধ্যেই এই সফরের জন্য সরকারি আদেশ (জিও) তালিকা প্রকাশ হয়েছে।তালিকায় রয়েছেন ২৪ জন ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজ সফরে না থাকলেও এই সিরিজে ফিরছেন মুশফিকুর রহিম।
ফিটনেসে ঘাটতি থাকলেও ২৪ জনের ‘জিও’ করাদের তালিকায় অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন আর মিডল অর্ডার ব্যাটার ইয়াসির আলী চৌধুরীর নামও আছে।
এছাড়াও ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ এ দলে থাকা মোহাম্মদ মিঠুন, ফাস্ট বোলার হাসান মাহমুদ, নাঈম শেখ, এনামুল হক বিজয় রয়েছেন এই তালিকায়।
এই ২৪ জনের মধ্য থেকে জিম্বাবুয়ে সফরের জন্য আগামীকাল ওয়ানডে এবং টি-টোয়েন্টি দল ঘোষণা করবে বিসিবি।
জিওকরা ২৪ ক্রিকেটার হলেন: তামিম ইকবাল খান, নাইম শেখ, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ,
মোহাম্মদ শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন,
মোস্তাফিজুর রহমান, লিটন কুমার দাস, মৃুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদি হাসান, কাজী নুরুল হাসান সোহান, মাহমুদুল হাসান জয়, ইয়াসির আলী চৌধুরী, এবাদত হোসেন চৌধুরী, মুনিম শাহরিয়ার, এনামুল হক বিজয়, হাসান মাহমুদ।