টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নাসুম (লাইভ)

গায়ানায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ। সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে মাহমুদউল্লাহর দল।

তাই আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য সিরিজে সমতা ফেরানোর লড়াই। বৈরি আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ে টস অনুষ্ঠিত হয়নি।

রাত ১১টা ৪৫ মিনিটে টস অনুষ্ঠিত হয়। শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ম্যাচ শুরু হবে রাত ১২টায়।

৩০ মিনিট দেরিতে শুরু হলেও পুরো ২০ ওভারই হবে খেলা।প্রথম টি-টোয়েন্টির দলে ছিলেন, তবে বাংলাদেশের বোলিংয়ের আগেই পরিত্যক্ত হয়ে গিয়েছিল ম্যাচ।

নাসুম আহমেদ এরপর বাদ পড়েছিলেন দ্বিতীয় টি-টোয়েন্টি থেকে। আজ দলে ফিরেছেন তিনি। তাকে জায়গা করে দিয়েছেন তাসকিন আহমেদ।

পিঠের সমস‍্যায় আগের ম‍্যাচে না খেলা ওপেনার মুনিম শাহরিয়ার নেই এই ম‍্যাচেও। টিকে গেছেন তার জায়গায় সুযোগ পাওয়া অফ স্পিনিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন।

বাংলাদেশের মতো একটি পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ। কিমো পলের জায়গায় ফিরেছেন বাঁহাতি পেস বোলিং অলরাউন্ডার ডমিনিক ড্রেকস।

বাংলাদেশ একাদশ: এনামুল হক, লিটন দাস, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: নিকোলাস পুরান (অধিনায়ক), রভম্যান পাওয়েল (সহ-অধিনায়ক), শামার ব্রুকস, আকিল হোসেন, ব্র‍্যান্ডন কিং, কাইল মেয়ার্স, ওবেড ম্যাককয়, রোমারিও শেফার্ড, ওডিন স্মিথ, ডমিনিক ড্রেকস, হেইডেন ওয়ালশ জুনিয়র।

(লাইভ)