টাইগারদের ইতিহাস গড়া জয় : তাসকিনকে নিয়ে মাশরাফীর বিশেষ বার্তা

দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের বিপক্ষে সিরিজ জিতে ইতিহাস গড়ল বাংলাদেশ। প্রোটিয়াদের বিপক্ষে ঘরের মাঠে তিন ওয়ানডেতে ৩-১ গোলে হেরেছে টাইগাররা।

দক্ষিণ আফ্রিকায় দুর্দান্ত পারফরম্যান্সের জন্য টাইগারদের অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের বিপক্ষে সিরিজ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। প্রোটিয়াদের তাদের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হারিয়েছে টিম টাইগার।

দক্ষিণ আফ্রিকায় দলের এমন অসাধারণ কীর্তিতে টাইগারদের অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে মাশরাফী দলকে অভিনন্দন জানিয়ে লিখেন, ‘ইতোমধ্যে ইতিহাস তৈরি হয়েছে। এটা আমাদের জন্য অনেক বড় অর্জন।

এটা পুরোটাই দলীয় প্রচেষ্টা। পুরো দলকেই অভিনন্দন জানাচ্ছি। অভিনন্দন তামিম ইকবাল। অভিনন্দন বাংলাদেশ।’দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে অসাধারণ বোলিং করেছেন তাসকিন।

৮ বছর পর দ্বিতীয়বারের মতো ক্যারিয়ারে পাঁচ উইকেটের দেখা পেয়েছেন। জিতেছেন ম্যাচ ও সিরিজ সেরার পুরষ্কার। নিজের প্রিয় ছোট ভাই তাসকিনকেও অভিনন্দন জানাতে ভোলেননি মাশরাফী।

এই পেসারকে নিয়ে লিখেছেন, ‘বিশেষ করে তাসকিনকে অভিনন্দন। ইউ বিউটি ম্যান। তুমি আমাদের আজ গর্বিত করেছ। এখনো অনেক দূরের পথ পাড়ি দিতে হবে ভাই। বাংলাদেশ এক ভালোবাসা।’