লড়াইটা শুরু হয়েছিল ২০ বছর আগে। নিজেদের মাটিতে কিছুতেই বশ মানছিল না দক্ষিণ আফ্রিকা।
এর আগে তাদের বিপক্ষে দেশের মাটিতে ওয়ানডে সিরিজ জয় এমনকী গত ওয়ানডে বিশ্বকাপেও জয় পেয়েছে বাংলাদেশ।
কিন্তু না পাওয়ার হাহাকার থেকেই যাচ্ছিল।সেই হতাশা এবার ঘুচল। সিংহের আবাসস্থল দক্ষিণ আফ্রিকার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে যে কোনো ফরম্যাটে প্রথম জয় পেলে বাংলাদেশ।
আজ সিরিজের প্রথম ওয়ানডেতে ৩৮ রানের দুর্দান্ত জয় তুলে নতুন ইতিহাস সৃষ্টি করেছে তামিম ইকবালের দল।
শেষ হলো ২০ বছর আর ১৯ ম্যাচের অপেক্ষা।এদিকে, মুগ্ধ হয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার অ্যালবি মরকেল।
প্রোটিয়া সফরে বাংলাদেশ দলে পাওয়ার-হিটিং কোচ হিসেবে যোগ দিয়েছেন তিনি।
সোশ্যাল মিডিয়া টুইটারে বাংলাদেশের বন্দনা গেয়েছেন মরকেল। তিনি লেখেন, দারুণ খেলেছে বিসিবি টাইগাররা। সব প্রতিবন্ধকতার বিরুদ্ধে তাদের অসাধারণ জয়।