অকূল পাথারে যেন মুক্তার খোঁজে নেমেছে আইপিএলের পাঁচবারের চাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। তবে সেই মুক্তার দেখা তো পাচ্ছেই না বরং যা ছিল সব খুইয়ে নিঃস্ব হয়ে গেছে তারা।
আইপিএলের ইতিহাসে একমাত্র দল হিসেবে টানা আট ম্যাচে হেরে বসেছে মুম্বাই ইন্ডিয়ান্স। তাবড় তাবড় সব ক্রিকেটার নিলাম থেকে স্কোয়াডে ভেড়ালেও শেষ পর্যন্ত জয় অধরাই থেকেছে মুম্বাইর।
সর্বশেষ নিজেদের অষ্টম ম্যাচে তারা হেরেছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে। এই হারের মধ্য দিয়ে প্লে অফের আগে প্রথম দল হিসেবে বাদও পড়েছে মুম্বাই।
লক্ষ্ণৌর বিপক্ষে ম্যাচ হারের পর মুম্বাই ইধিনায়ক রোহিত শর্মা এর দায় দিয়েছেন সম্পূর্ণ ব্যাটিং ইউনিটকে। দলের অন্যান্য ব্যাটারদের উপর দায় চাপানোর সাথে নিজেও বাজে শট খেলার আক্ষেপে পুড়েছেন রোহিত।
ম্যাচ শেষে মুম্বাই অধিনায়ক বলেন, ‘’আমি মনে করি আমরা বোলিং ঠিকঠাক করেছি। উইকেট ব্যাটিংবান্ধব ছিল, বল করা সহজ নয় এখানে।
তবে এই রানও তাড়া করার মত ছিল। যথেষ্ট ভালো ব্যাট করতে পারিনি। এমন লক্ষ্য তাড়া করতে গেলে ভালো পার্টনারশিপ লাগে। আমিসহ অনেকেই দায়িত্বহীন শট খেলেছি।‘’
দলে এমন একজন ব্যাটারও নেই সময় নিয়ে ক্রিজে সেট হয়ে লম্বা ইনিংস খেলবেন এমনটাই মনে করেন রোহিত শর্মা। গোটা আসরেই বাজে ব্যাটিং করার কথা অকপটে স্বীকার করে নিয়ে রোহিত আরও বলেন, ‘’পুরো টুর্নামেন্ট জুড়েই আমরা বাজে ব্যাটিং করছি।
ব্যাটারদের দায়িত্ব নিয়ে লম্বা ইনিংস খেলতে হবে। প্রতিপক্ষ তা করতে পারছে ঠিকই, এটাই কষ্ট দিচ্ছে। আমাদের অন্তত একজনকে নিশ্চিত করা উচিৎ সে লম্বা সময় ব্যাট করতে পারবে।‘’
সেরা টিম কম্বিনেশন খুঁজে একাদশ সাজালেও শেষ পর্যন্ত তা ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে জানিয়ে রোহিতের ভাষ্য, ‘’এমন পারফরম্যান্স নিয়ে সবাই আলাপ করছে। আমাদের দলটাকে মজবুত করতে হবে, সবাই প্রাপ্য সুযোগ পাচ্ছে তা নিশ্চিত করতে হবে।
যখন জাতীয় দলের হয়ে খেলে, তাদের দায়িত্ব ভিন্ন থাকে। এখানে আমরা তাদের ভিন্ন দায়িত্ব দেই। তাই আমরা একাদশে বেশি পরিবর্তন না এনে কম্বিনেশন খোঁজার চেষ্টা করেছি। আমরা যেমন চেয়েছিলাম এই মৌসুম মোটেও তেমন যাচ্ছে না। তবে এমন হয়!’’