ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসরে ইতোমধ্যে অনুষ্ঠিত হয়ে গেছে প্রথম রাউন্ডের ২৩টি ম্যাচ।
যেখানে আসরের অন্যতম আলোচিত দল হয়ে আছে মুম্বাই ইন্ডিয়ান্স। নিজেদের পাঁচ ম্যাচের মধ্যে মুম্বাই জিততে পারেনি কোনো ম্যাচ। অন্যদিকে নতুন দল হিসেবে ভালো করে যাচ্ছে গুজরাট টাইটান্স ও লক্ষ্ণৌর মত দলগুলো।
আইপিএলের ২৩ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে কে কোন অবস্থানে রয়েছে তা এবার দেখে নেয়া যাক।
এখন পর্যন্ত চার ম্যাচের মধ্যে তিনটিতে জয় পেয়েছে রাজস্থান রয়্যালস। সাঞ্জু স্যামসনের দল এক ম্যাচে হারের কারণে ৬ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান শীর্ষে।
রাজস্থানের সমান ৬ পয়েন্ট রয়েছে দুই নম্বরে থাকা কলকাতা নাইট রাইডার্সেরও। পাঁচ ম্যাচের মধ্যে ৩টি জয় ও ২টিতে হারের কারণে ৬ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান দুই নম্বরে। রাজস্থান থেকে রানরেটে কিছুটা পিছিয়ে আছে কলকাতা।
রাজস্থান ও কলকাতার সমান ৬ পয়েন্ট করে রয়েছে পাঞ্জাব কিংস, লক্ষ্ণৌ সুপার জায়ান্ট, গুজরাট টাইটান্স এবং রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালোরের। রানরেটের তারতম্যের কারণে তাদের অবস্থান যথাক্রমে তিন, চার, পাঁচ এবং ছয় নম্বরে।
মুস্তাফিজুর রহমানের দিল্লী ক্যাপিটালস এবারের আসরে এখন পর্যন্ত খেলেছে মোট ৪টি ম্যাচ। যেখানে দুই ম্যাচে জয় ও দুই ম্যাচে হারের কারণে তাদের নামের পাশে রয়েছে ৪ পয়েন্ট। যদি নিজেদের পরবর্তীম্যাচে দিল্লী বড় ব্যবধানে জিতে যায় তাহলে পয়েন্ট টেবিলে বেশ লম্বা লাফ দিতে পারবে তারা।
দিল্লীর সমান ৪ পয়েন্ট রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদের। দুই ম্যাচে দুইটি জয় ও সমান সংখ্যক হার নিয়ে দিল্লীর থেকে রানরেটে পিছিয়ে থেকে তাদের অবস্থান আট নম্বরে। এছাড়া পাঁচ ম্যাচে মাত্র একটিতে জয় নিয়ে নয় নম্বরে রয়েছে চেন্নাই সুপার কিংস।
টেবিলের তলানিতে রয়েছে রোহিত শর্মার দল মুম্বাই ইন্ডিয়ান্স। পাঁচবারের চ্যাম্পিয়ন দলটি এবারের আসরে নিজেদের প্রথম পাঁচ ম্যাচের কোনোটিতেই জয়ের দেখা পায়নি। ফলে নামের পাশে কোনো পয়েন্ট না থাকায় তাদের অবস্থান একদম শেষে।