টেস্ট অধিনায়কত্ব ইস্যুতে সন্ধ্যায় নিজ বাসায় বৈঠকে বসছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন আপাতত টেস্ট অধিনায়কের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বাংলাদেশ দলে।

এমনকি শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের আগে এবং প্রথম টেস্ট ম্যাচের পরেও নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন এখনো তাদের অধিনায়ক পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই।

কিন্তু শ্রীলঙ্কা সিরিজ শেষ হওয়ার পরেই উঠেছে নানা প্রশ্ন। বর্তমান বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মমিনুল হকের অধিনায়কত্ব নিয়ে কোনো প্রশ্ন না থাকলেও তার পারফরমেন্সের কারণে এখন মাথাব্যথার কারণ হয়ে উঠেছে বিসিবির।

বিসিসি চাইছে অধিনায়ক নয় ব্যাটসম্যান মমিনুল হককে বাংলাদেশ দলে ফেরাতে।যে কারণে আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশ দলে দেখা যেতে পারে নতুন অধিনায়ক।

যদিও মমিনুল হককে অধিনায়ক করেই ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে নির্বাচকরা তবে শেষ মুহূর্তে অধিকার পরিবর্তন করতে পারে বিসিবি।

যে কারণে জানা গেছে আজ সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় বৈঠক ডেকেছেন তিনি।

মূলত অধিনায়ক ইস্যু নিয়ে পাপনের গুলশানের বাসায় সন্ধ্যায় হবে বৈঠকটি। ওই সময় মুমিনুলের সঙ্গে থাকতে পারেন সাকিব আল হাসানও।

তাদের সঙ্গে যে নেতৃত্ব নিয়েই আলাপ হবে, তা আর বলার অপেক্ষা রাখে না। ২ জুন বোর্ড সভার আগে আজই ফয়সালা হতে পারে টেস্ট অধিনায়কত্বের।

মুমিনুলের কাছে ব্যাটিংয়ে মনোযোগী হবেন, নাকি নেতৃত্বও দেবেন- এই ব্যাপারে সিদ্ধান্ত জানতে চেয়েছে বোর্ড। দল ওয়েস্ট ইন্ডিজে উড়াল দেওয়ার আগেই এই সিদ্ধান্ত হবে।

সাকিব অধিনায়ক হলে নেতৃত্বে আসতে পারেন ফর্মে থাকা লিটন দাসও। অনেক দিন ধরেই বাংলাদেশের কোনো ফরম্যাটেই সহ-অধিনায়ক নেই। তবে এবার লিটন পেতে পারেন আনুষ্ঠানিক দায়িত্ব। এসব ব্যাপারেই সিদ্ধান্ত হবে আগামী ২ জুনের বোর্ড সভায়।