টেস্ট ক্রিকেটকে রাজকীয় ফরম্যাট হিসেবে বিবেচনা করা হলেও বাংলাদেশ যেনো এই ফরম্যাটে ছন্নছাড়া।
বড় বড় দলগুলোর বিপক্ষে খেলার স্বপ্নও পূরণ হয়না তেমন। অবশেষে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে সাদা পোশাকে খেলার সুযোগ পেলো বাংলাদেশ।
আইসিসি আগামী দুই সিজনের জন্য টেস্ট চ্যাম্পিয়নশিপের শিডিউল প্রকাশ করেছে। যেখানে ২০২৩-২৫ মৌসুমে ভারত, পাকিস্তানের মতো দলের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ।
এছাড়াও ২০২৫-২৭ মৌসুমে অস্ট্রেলিয়া – ইংল্যান্ডের বিপক্ষে সাদা পোশাকে মাঠ মাতাতে দেখা যাবে বাংলাদেশকে।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে (২০২৩-২৫) বাংলাদেশের প্রতিপক্ষ:
হোম সিরিজ- নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা।
অ্যাওয়ে সিরিজ – ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে (২০২৫-২৭) বাংলাদেশের প্রতিপক্ষ:
হোম সিরিজ – ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান।
অ্যাওয়ে সিরিজ – অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা।