দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে মোটেও ভালো যায়নি অধিনায়ক মমিনুল হকের।
প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের পর আত্মবিশ্বাস নিয়ে টেস্ট সিরিজ খেলতে গিয়েছিল বাংলাদেশ।
প্রথম টেস্ট ম্যাচে মোটামুটি ভালই খেলছিল টাইগাররা। মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরিতে প্রথম টেস্টের চতুর্থ দিন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সাথে পাল্লা দিয়ে ছিল মমিনুল বাহিনী।
কিন্তু দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম দিন থেকেই পিছিয়ে ছিল টাইগাররা।যার অন্যতম প্রধান কারণ ব্যাটসম্যানদের ব্যর্থতার। প্রথম ম্যাচে সেঞ্চুরি করা মাহমুদুল হাসান জয় দ্বিতীয় টেস্ট ম্যাচের ডাবল ডাকে আউট হয়েছে।
এছাড়াও সিরিজ জুড়ে ব্যর্থ ছিলেন অধিনায়ক মমিনুল হক। এমনকি ৪ ইনিংসে মিলে দক্ষিণ আফ্রিকায় কেশব মহারাজের মোট উইকেটের পতন রান করতে পারেননি তিনি।
দুই টেস্টের চার ইনিংসে ১৬ উইকেট নিয়েছেন প্রোটিয়া স্পিনার কেশব মহারাজ। বাংলাদেশকে প্রায় একার হাতে গুঁড়িয়ে দিয়ে হয়েছেন সিরিজসেরা।
অন্যদিকে মুমিনুল হক চার ইনিংসে করেছেন যথাক্রমে ০, ২, ৬ এবং ৫ মোট ১৩ রান।
এই পরিসংখ্যান নিয়ে সোশ্যাল সাইটে বেশ সরস আলোচনা চলছে যে- কেশব মহারাজের উইকেটের চেয়েও মুমিনুলের রানসংখ্যা কম। এ নিয়ে টানা ৫ ইনিংস দুই অঙ্কই ছুঁতে পারলেন না বাংলাদেশের বাঁহাতি টপ অর্ডার ব্যাটার।