ডিপিএলে আবারও সাব্বিরের ব্যাটিং তাণ্ডব দেখেনিন আজকের স্কোর

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) লিজেন্ডস অব রূপগঞ্জের মুখোমুখি হয়েছে ব্রাদার্স ইউনিয়ন।

এদিন রূপগঞ্জের হয়ে ব্যাট হাতে বড় স্কোরের দেখা পেয়েছেন সাব্বির রহমান।প্রথমে ব্যাটিং করতে নামা রূপগঞ্জের হয়ে ইনিংস উদ্বোধন করতে নামেন রকিবুল এবং তানজিদ হাসান তামিম।

তবে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি তামিম। মাত্র ৪ রান করেই সাজঘরের পথ ধরেন তিনি।দলীয় ৯ রানে প্রথম উইকেট হারানো রূপগঞ্জ দ্বিতীয় উইকেট হারায় দলীয় ৩৫ রানে।

তবে এদিন মাশরাফি বিন মুর্তজা কিছুটা আগেভাগেই ব্যাট হাতে নেমে যান। রকিবুলের সাথে বড় জুটি গড়ার চেষ্টা করলেও সেখানে সুবিধাজনক স্কোর গড়তে পারেননি অধিনায়ক মাশরাফি।

মাত্র ৭ রান করেই সাজঘরে ফিরে যান মাশরাফি।তার বিদায়ে পর সাজঘরে ফিরে যান ওপেনার রকিবুলও। একপ্রান্ত আগলে রেখে খেলে যাওয়া রকিবুল খেলেন ২৪ রানের ইনিংস।

থিতু হতে পারেননি আরেক আলোচিত ব্যাটার ইরফান শুক্কুর।তবে নাইম শেখের সাথে যোগ দিয়ে শুরুটা দেখেশুনে করেন সাব্বির রহমান।

এই দুইজন মিলে দলের রান এগিয়ে নিতে থাকেন খানিক সময়। এই জুটিতেই দলের রান ১৩৯ পর্যন্ত গিয়ে ঠেকে। এই জুটি বিচ্ছিন্ন হয় সাব্বির রহমান সাজঘরের পথ ধরলে।

৫০ বল মোকাবেলায় সাব্বির এদিন খেলেছেন ৪৬ রানের ইনিংস। চতুরঙ্গ ডি সিলভার শিকারে পরিণত হয়ে এদিন মাঠ ছেড়েছেন সাব্বির।

সাব্বিরের বিদায়ের পর নাঈম শেখ ব্যক্তিগত ৪৫ রানে প্যাভিলিয়নে ফিরলে বাকি ব্যাটাররা আর সুবিধা করতে পারেনি ব্রাদার্স ইউনিয়নের বোলারদের সামনে।

ইনিংসের ৬ ওভার বাকি থাকতেই রূপগঞ্জ অল আউট হয়ে যায় মাত্র ১৬৮ রানে। ফলে ১৬৯ রানের ছোট লক্ষ্য দাঁড়ায় ব্রাদার্স ইউনিয়নের সামনে।

ছোট লক্ষ্যে খেলতে নেমে অবশ্য শুরু থেকেই ধারাবাহিক বিততিতে উইকেট হারাচ্ছে ব্রাদার্স ইউনিয়ন। শেষ খবর পাওয়া পর্যন্ত (প্রতিবেদন লেখার সময়) ১৭ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৬২ রান সংগ্রহ করেছে ব্রাদার্স ইউনিয়ন।