ডিপিএল বল হাতে আলো ছড়ানোর পর এবার ব্যাট হাতেও দেখালেন লড়াকু মানসিকতা।
শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ব্রাদার্স ইউনিয়নের ব্যাটিং বিপর্যয়ের মাঝে তিনি একাই লড়ে পঞ্চাশোর্ধ ইনিংস উপহার দিয়েছেন।
ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসরে ব্রাদার্স ইউনিয়নকে নেতৃত্ব দিচ্ছেন আশরাফুল।
আজ শুক্রবার ইউল্যাব মাঠে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় শেখ জামাল।
ব্রাদার্স ৩২ রানে ২ উইকেট হারিয়ে ফেলার পর আশরাফুল ক্রিজে আসেন।দারুণ ব্যাটিংয়ে তুলে নেন লিস্ট ‘এ’ ক্যারিয়ারের ৩১তম হাফ সেঞ্চুরি।
ইনিংসে ছিল ৭টি চারের মার। আউট হওয়ার আগে ৯৬ বলের মোকাবেলায় তার সংগ্রহ ছিল ৫৫ রান।
৪৪.১ ওভারে মাত্র ১৫৮ রানে অল-আউট হয়ে যায় ব্রাদার্স। শেখ জামালের পক্ষে পারভেজ রাসুল ৩টি এবং সুমন খান ও সানজামুল ইসলাম ২টি করে উইকেট নেন।
উল্লেখ্য, এই ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে জয় তুলে নেয় শেখ জামাল ধানমন্ডির ক্লাব।