চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) মুখোমুখি হয়েছে আবাহনী ক্লাব লিমিটেড এবং প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
ব্যাট হাতে আবাহনীর হয়ে মোসাদ্দেক ও শামিম পাটোয়ারি রানের দেখা পেয়েছেন এই ম্যাচে। সেই সাথে দলের জন্য অবদান রেখেছেন লিটন দাসও।
প্রথম ইনিংসে ব্যাটিং করতে নামা আবাহনীর হয়ে এদিন ইনিংস উদ্বোধন করতে নামেন মাহমুদুল হাসান জয় ও জাকের আলি। এই দুই ব্যাটার মিলে স্কোরবোর্ডে ৩৫ রান তুলতেই জয় সাজঘরে ফিরে যান ১৯ বল মোকাবেলায় ২১ রান করে।
লিটন দাসের সাথে জাকের আলি মিলে দলের রান এগিয়ে নিতে থাকলে দলীয় ৮৩ রানের মাথায় জাকের আলি ব্যক্তিগত ৩০ রানে সাজঘরে ফিরে গেলে।
তার বিদায়ের পর টিকতে পারেননি লিটন দাসও। ৪১ বল মোকাবেলায় ৩০ রান করে সাজঘরে ফিরে যান লিটন।মিডল অর্ডারে আফিফ হোসেন ধ্রুব ও মোহাম্মদ সাইফুদ্দিন সুবিধা করতে না পারলে মোসাদ্দেক হোসেন সৈকত ও ভিহারি।
এই দুই জুটি দলীয় ২০৫ রান পর্যন্ত গেলে মোসাদ্দেক হোসেন সৈকত সাজঘরে ফিরে যান ৫৫ বল মোকাবেলায় ৪০ রান করে প্যাভিলিয়নে ফিরে গেলে।
মোসাদ্দেকের বিদায়ের পর শামিম পাটোয়ারির সাথে আবারও জুটি গড়েন ভিহারি। ব্যাট হাতে অর্ধশতক তুলে নেয়া ভিহারি ৭৫ বল মোকাবেলায় ৫৮ রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেও রানের গতি ধরে রেখেছিলেন শামিম পাটোয়ারি।
মাত্র ২৬ বল মোকাবেলায় ৩৬ রানের ঝড়ো ইনিংস খেলে শামিম বিদায় নেন। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে আবাহনীর সংগ্রহ দাঁড়ায় ২৭১ রান।
জবাবে খেলতে নামা প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব শুরুতেই হারিয়ে বসে দুই ওপেনার এনামুল হক বিজয় ও তিন নম্বরে নামা ইশ্বরানকে।
কোনো রান করার আগেই টপ অর্ডার এই দুই ব্যাটারকে হারিয়ে বসা প্রাইম ব্যাংকের হয়ে অবশ্য দেখেশুনে ব্যাট চালিয়ে যাচ্ছেন মোহাম্মদ মিঠুন ও শাহাদাৎ হোসেন দিপু। শেষ খবর পাওয়া পর্যন্ত (প্রতিবেদন লেখার সময়) ১৬ ওভার শেষে প্রাইম ব্যাংকের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৪৮ রান।