দেশের ঘরোয়া ক্রিকেটের সর্বশেষ আসর বিপিএলে মিনিস্টার ঢাকা মাশরাফি বিন মুর্তজাকে স্কোয়াডে ভিড়িয়েছিল।
তবে টুর্নামেন্টের প্রথম দিকে বেশ কিছু ম্যাচ মিস করেছিলেন নড়াইল এক্সপ্রেস। ইনজুরির কারনে বিপিএলের সবগুলো ম্যাচে খেলতে না পারলেও আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন টাইগারদের সাবেক এই অধিনায়ক।
বিপিএলের পর ইনজুরির কবল থেকে মুক্তি পেতে অস্ত্রোপচার করা হতে পারে মাশরাফির এমনটা ধারনা করা হচ্ছিল বেশ আগে থেকেই। অস্ত্রোপচার করা হলে ডিপিএলের এবারের আসর মিস করতে পারেন তিনি এমন শঙ্কাও ছিল।
তবে শেষ পর্যন্ত মিলেছে বড় সুখবর। কোমরের চিকিৎসার জন্য ভারতে যাওয়ার পর চিকিৎসক জানিয়েছেন অস্ত্রোপচার ছাড়াই সুস্থ হয়ে উঠবেন মাশরাফি।
ভারতীয় চিকিৎসকের পক্ষ থেকে জানানো হয়েছে পুনর্বাসন প্রক্রিয়ায় থাকলেই সুস্থ হয়ে উঠবেন তিনি। সেই সাথে ডিপিএল খেলতেও বাধা নেই এই পেসারের। তাই সব শঙ্কা উড়িয়ে আবারও মাঠে দেখা যাবে ম্যাশকে।
এদিকে ডিপিএলে নিজের খেলার কথা জানিয়েছেন মাশরাফি নিজেও। তার ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে মাশরাফি জানান সার্জারি থেকে বিরত থেকেই মাঠে নামতে যাচ্ছেন তিনি।
ওই স্ট্যাটাসে মাশরাফি বলেন, ‘’গত তিন দিন অর্থোপেডিক ডাক্তার, সার্জন, স্পোর্টস মেডিসিন ডাক্তার ও ফিজিওর সঙ্গে সময় দিয়ে অবশেষে ৮ নম্বর সার্জারি থেকে বিরত থাকলাম।
হয়ত পরে কোনো একসময় দেখা যাবে। আবারও সেই পুনর্বাসন শুরু। এর শেষ কোথায় আল্লাহ জানে। আপাতত মাঠ ডাকছে। বাকিটা আল্লাহ ভরসা।‘’
এবারের ডিপিএলে মাশরাফি বিন মুর্তজাকে স্কোয়াডে ভিড়িয়েছে লিজেন্ডস অব রুপগঞ্জ। দ্রুতই রুপগঞ্জের জার্সিতে দেখা হচ্ছে জানিয়ে মাশরাফি আরও বলেন, ‘’লিজেন্ডস অব রূপগঞ্জ, ইনশাআল্লাহ মাঠে দেখা হবে।‘’
উল্লেখ্য, ডিপিএলের গত আসর অনুষ্ঠিত হয়েছিল টি-টোয়েন্টি ফরম্যাটে। যেখানে খেলা হয়নি মাশরাফির। তবে নতুন বছরে আবারও পুরনো ধারায় অর্থাৎ ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত হবে ঘরোয়া ক্রিকেটের এই আসর। আগামী ১৫ মার্চ থেকে পর্দা উঠতে যাচ্ছে ডিপিএলের এবারের আসরের।